উন্ডোজের এই এক ঘেয়ে চেহারা বার বার দেখতে কী আর ভাল লাগে? সেই একই লোগ, বুট স্ক্রিন, লগইন স্ক্রিন। যারা 95 বা 98 ব্যবহার করেন তাদের না হয় নাই গণনা করলাম যারা এক্সপি ব্যবহার করেন তাদেরও কিন্তুবারবার একই হুলিয়া দেখতে হচ্ছে।
wincustomize.comপেয়ে যাবেন এক গাট্টি সফটওয়্যার ও রির্সোস যার মাধ্যমে আইকন, লোগ, বুট স্ক্রিন, লগইন স্ক্রিন সহ পুরো উন্ডোজের চেহারাই বদলে ফেলতে পারবেন যা দেখে হয়ত আপনিই হতবাক হয়ে যেতে পারেন।
আরে ভাই বসে কেন এখনই নেমে পড়ুন আপনার উন্ডোজকে সাজাতে পোড়াতে। লিংক আমার পছন্দের লিংকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



