হায়রে দেশ! সাত ভাগ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ত্রিশ ভাগ কোটা। সরকারী চাকুরী যেখানে সোনার হরিন সেখানে বিভিন্ন ধরনের কোটা রেখে জাতিকে আজ মেধা শূন্য অবকাঠামোর নীচে দাড় করাচ্ছে সরকার। যেখানে মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যাবেনা সেখানে তাদের নাতি নাতনি নতুবা পদ ফাকা থাকবে। এভাবে চলতে থাকলে অন্তসারশুন্য মানুষের হাতে থাকবে প্রশাসন। এ জাতির উন্নয়ন আর কখনই হবে না।
আমি বলি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্য ভাতা বাড়ানো দরকার। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্টের কর্তব্য। তাদের পরিবারের সচ্চলতা দরকার। কিন্তু প্রসাশনের সর্বস্তরে কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চয় বাড়ানো যাবেনা আর সচ্চলতাও নয়। এতে জাতি ভঙ্গুর ও লেজুর পদ্ধতির মাঝে বন্ধী হবে। আর যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন তাঁরা কোনো কিছুর লোভে এতা করেননি। দেশ মাতৃকার মুক্তিই তাদের আরাধ্য ছিলো। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি এ কোটা ব্যবস্থা থেকে মুক্তি চাই। মেধাবী হলে মুক্তিযোদ্ধার সন্তান তার জায়গা সে নিজে করে নিবে। তার জন্য অনুকম্পার প্রয়োজন নেই।
মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করুন। তাদের সন্তান, নাতি-নাতনীরা আর দশজন সাধারন মানুষের সন্তানের মতই বেড়ে উঠেছে। তাদের সুযোগ দিতে গিয়ে একজন অতি সাধারন মানুষকে কষ্টে রাখা, তার লালিত সপ্ন ধংস করার অধিকার কেও কাওকে দেয়নি। দেশে মাত্র গুটি কতক রাজাকার বাদে বাকি সবাই প্রত্তক্ষ্য বা পরোক্ষ্য মুক্তিযোদ্ধা নয়ত তাদের সহযোগী ছিল। রাজাকারের বিচার করুন। এদের বিচার করে জাতিকে কলুষ মুক্ত করুন। কিন্তু নতুন প্রজন্মকে দ্বিধা বিভক্ত করবেন না। এখানে এক একটি প্রানই পারে এ জাতিকে সপ্ন শিখরে নিয়ে যেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




