প্রথম হুমায়ুন আহমেদের বই পড়া শুরু করি ক্লাস নাইনে। অবাক হয়ে ভাবি এই লোক কতো অবলীলায় মনের কথা গুলো বলে!
আমার বাড়ি নেত্রকোণা হওয়ার জন্য কিনা জানিনা, তার গল্পগুলোর পরিবেশ, পাগলামিতে ভর সব চরিত্র, ভাষার আঞ্চলিকতা......সবকিছু আমার খুব পরিচিত লাগতো।
আমার জীবনের সেরা তিনটি ভুলের একটি হলো- হিমু পড়া। "ময়ুরাক্ষী" দিয়ে আমার হিমু পড়া শুরু। এরপর থেকে যেন আমিও হিমু হয়ে গেলাম। সবসময় মাথায় পাগলামি ঘুরতো। রাতে একা একা কতো হেটেছি রাস্তায়! কেউ অপমান করলে গায়ে মাখতামনা............... খুব হিমু হতে চাইতাম।
হুমায়ুন আহমেদ নেই ভাবতে কষ্ট হচ্ছে। তবে কোনো মতেই মানতে পারছিনা- মধ্যরাতে নীল জোৎস্না গায়ে মেখে হিমু আর হাটবেনা। আজ বুঝলাম আমি হিমু হতে পারিনি।
হিমুরা কখনো কাঁদে না।
বাদশাহ নামদার, আজ আমাদের ভালোবাসা নাও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


