প্রায় আধা ঘন্টা নৌকা ভ্রমণের পর বনের পাশে একটি নির্জন মাঠের পাশে আমাদের বহনকারী নৌকা থামল। নৌকা থেকে নেমে আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমরা রমেশের পাশে গোল হয়ে দাঁড়ালাম। রমেশ আমাদেরকে জঙ্গল ওয়াক সম্পর্কে মোটামোটি একটি ধারনা দিল। সে জানাল, জঙ্গল ভ্রমণের উদ্দেশ্য হল, বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এর বিভিন্ন গাছ-পালা, তরুলতা, বণ্য প্রাণীসমূহ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। অতপর জঙ্গল ভ্রমনের সময় করণীয় বর্ণনা করল: জঙ্গলের ভেতর জোরে কথা বলা যাবে না, শব্দ করে হাসা যাবে না, ছবি তোলা যাবে তবে ফ্যাশ দেয়া যাবে না, কোন বন্য প্রাণীকে উত্যক্ত করা যাবে না, এমনকি কোন প্রাণী একেবারে সামনে চলে এলেও তাদের কিছু বলা যাবে না, এক সাথে থাকতে হবে দলছুট হওয়া চলবে না, কোন কিছু জিজ্ঞেস করার থাকলে তাকেই জিজ্ঞেস করতে হবে ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা লাইন ধরে এগিয়ে চললাম জঙ্গলের ভেতর।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




