প্রবাসে বসে বাংলাদেশের জন্য 'মায়াকান্না' অধিকাংশই করেন, আমি তাদের একজন হতে চাইনি | কিন্তু দেশ যেভাবে দক্ষিন দিকে রওনা দিয়েছে, তাতে লোক সমালোচনার কথা ভুলে দু কলম লিখে ফেললাম | ক্ষমা পাবার আশা রইলো |
খেয়াল করে দেখলাম, যত সমস্যা, বেশির ভাগই জমি কেন্দ্রিক - জমি দখল, বে দখল, পুনর্দখল এর মধ্যে দেশের মাথা থেকে পা এর আঙ্গুল পর্যন্ত জড়িত | কারণ জমির দাম আকাশ ছেড়ে সাত আসমান চুম্বি | প্রধানত কোথায়? ঢাকায় | কেন? সব কিছু ঢাকায় - শিক্ষা, স্বাস্থ্য সেবা, বিনোদন, প্রযুক্তি - স---ব কিছু এই একটু শহরের মধ্যে | যে সরকার আসে, তারাই টার্গেট করে রাখে নতুন করে কি দখল করা যায় | কোথায়? ঢাকায় | নতুন কোনো প্রজেক্ট হলে কোথায় করতে হবে? ঢাকায়, না হলে আশে পাশে যাতে তার কর্মীরা ঢাকায় থাকতে পারে |
এই টুকু দেশ আর এত মানুষ - কোথায় দেশটার আনাচে কানাচে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে সেখানে লাগসই প্রযুক্তির ব্যবহার করে মানুষ কে কাজে ব্যস্ত করে ফেলতে হবে (তাতে যুব সমাজ অপকর্ম থেকে দুরে থাকবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে), তা না শুধু কাজ হচ্ছে পুরান জমি নতুন করে দখল করা আর নামফলক উন্মোচন পুনর্মোচন করা |
পাবলিক এর কাছে আকুল আবেদন এই যে, সরকার কে তাদের হিংসা বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকতে দেন (তাতে তারা আমাদের কর্ম কান্ডে বাঁ হাত গলাতে আসবে না ) | এই ফাঁকে আমরা যে যার যোগ্যতা নিয়ে নতুন কিছু চিন্তা করি | লাগসই হতে হবে - চারপাশের মানুষের উন্নতি না করুক ক্ষতি করতে পারবে না |
প্রথম পর্বে চিন্তার খোরাক দিলাম | গঠনমূলক সমালোচনা আশা করছি | পরামর্শ তো অবশ্যই | কিন্তু নেতিবাচক কিছু বলার ইচ্ছা থাকলে সরকারী অফিস এ যান |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




