তোমার পায়ের নিচে নাকি আমার স্বর্গ
সেই স্বর্গে থাকার অনুমতি ভিক্ষা চাই।
দশ মাস দশদিন তোমার গর্ভে ছিলাম
স্তনবৃন্ত চুষে দুধ পান করে বেড়ে উঠি
সেসব অঙ্গে কূদৃষ্টি দেয় যেসব পুরুষ
তাদের হয়ে আমি মা ভিক্ষা চাই।
আমি লজ্জিত। শুধু মায়ের প্রতি নয়;
পৃথিবীর সব নারীর প্রতি আমি লজ্জিত
আমি সমস্ত পুরুষ জাতির প থেকে
সকল নারীর কাছে মা ভিক্ষা চাই।
তোমার জরায়ু চিরে যে সন্তান এনেছ
তার পিতার নামেই তাকে সবাই চিনে
তোমার কষ্ঠের মূল্যায়ন করেনি পুরুষ
আমি তোমাকে মূল্যায়ন করতে চাই।
আমার কাছে তুমি মহিলা বা নারী নয়
তোমাকে মানুষ হিসেবে দেখতে চাই।
মানুষের মতো মানুষ হওয়ার ব্রত নিয়ে
নারীত্বের খোলস ভেঙ্গে বেরিয়ে এসো।
পুরুষ তোমাকে বানিয়েছে ভোগ্যপণ্য
তুমি ওই পণ্যের খোলস ছিঁড়ে ফেল
নিজেকে সাজিয়ে সুন্দরী রমণী বানিয়ে
পুরুষের ভোগের সামগ্রী আর করোনা।
তোমাকে করেছে নতুন গাড়ির মডেল
তাই অর্ধনগ্ন পোষাকে এ ভঙ্গিমায় তুমি
গাড়ী নয়; তোমার দিকে তাকায় পুরুষ
তোমাকে বানানো হয়ে আকর্ষণীয় পণ্য।
গাড়ীর মডেল না হয়ে আবিস্কারক হতে!
কঠিন? বিক্রেতা বা চালক তো হতে পার।
তাও না পারলে ওটা পাহারা দেয়াও কাজ
দয়া করে পণ্যের খোলস থেকে বের হও।
বার হাত শাড়ী পরিয়েও নগ্ন রাখে তোমায়
শাট-প্যান্ট যেকোন বস্ত্রে শরির ঢাকে তারা
রং দিয়ে লাল করায় তোমার ঠোঁট ও নখ
হাই-হিল জুতা পরিয়ে পাছার নাচন দেখে
নুপুর বা চুড়ি বলে শিকল দেয় হাতে পায়ে
ঘর বা আঙ্গিনায় তোমায় বন্দি রাখে স্বামী
তুমি অন্যের ভোগের সামগ্রী হবার ভয়ে।
আমি তোমাকে মূল্যায়ন করতে চাই।
নারীর খোলস ছিঁন্ন করে বেরিয়ে এসো
আমার কাছে তুমি মহিলা বা নারী নয়
তোমাকে মানুষ হিসেবে দেখতে চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




