নিখোঁজ সাংবাদিকসহ তিনজনের লাশ উদ্ধার
Sat, Oct 23rd, 2010 2:10 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
মুন্সীগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদীতে শুক্রবার রাতে ট্রলারডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ শনিবার দুপুরে উদ্ধার হয়েছে। আরেকজনের সন্ধানে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার করা লাশ তিনটি হচ্ছে� বাংলাদেশ সময়ের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটন (২৬), ব্যবসায়ী গোলাম কিবরিয়া কনক (৩০) ও ব্যবসায়ী শহিদুল ইসলাম আজাদের (৩৮)।
নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী মো. ইমরান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার রাতে উপজেলার টেকেরহাটে লালন উৎসবে যোগ দিতে আরো ৫৬ জনের সঙ্গে ট্রলারটিতে করে যাচ্ছিলেন তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে টেঙ্গুরিয়াপাড়ার কাছে ইছামতি নদীতে একটি বালুবোঝাই জাহাজের সঙ্গে কাঠের ট্রলারটি সংঘর্ষ হলে সেটি ভেঙে ডুবে যায়। তখন অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন ছোটন, আজাদ, কনক ও ইমরান।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কিছু দূর থেকে দুপুরে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ ইমরানের সন্ধানে অভিযান চলছে।
ওসি আরো জানান, ট্রলারযাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন ঢাকার। দুর্ঘটনার সময় ট্রলার ও জাহাজ কোনোটিতেই বাতি জ্বালানো ছিলো না। বালুর জাহাজটি আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা দমকল বাহিনীর ডুবুরীরা রাত আড়াইটার দিকে ট্রালারটির অবস্থান সনাক্ত করেন। তবে তাতে কোনো লাশ পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধানে এবং ট্রলারটি উদ্ধার অভিযান শুরু হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪০৭ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




