আমি যা দেখেছি ব্লগে লুলের অভাব নাই
১৮প্লাস লেখা পাইলে না দেইক্ষা একটা জাম্প মারবে
আমাদের নবীজি কে গালাগালি করেও অনেক পোস্ট আসে
আমি আমার পার্সোনাল ব্যাপার বা ঝামেলা নিয়ে পোস্ট দেই, এবং বিশ্বাস করি যে বেশিরভাগ ব্লগের ভাইয়েদেরও এই টাইপের সমস্যা হয়, তাই আমি যদি একটা পোস্ট দেই হয়তো কোন সমাধান উঠে আসবে।
কিন্তু কিছু মানুষের এতেও সমস্যা!
আপনাদের প্রবলেমটা বুঝি না, বুঝতে চাইও না!
আপনারা কি চান আমি নাস্তিক হয়ে শুশিল সাজি? নাকি আওয়ামি লিগ বা বি এন পি কে গালাগাল করে পোস্ট দিয়ে একটা ক্যাচাল সৃষ্টি করি?
নাকি ১৮প্লাসের নামে অশ্লিল পোস্ট দেই?
কি চান আপনারা?
ব্লগ মানে ব্যাক্তিগত ডায়েরি, আমি কি আমার খোলা ডায়েরিতে কিছু ব্যাক্তিগত কথা লিখতে পারি না?
আশা করি আমার লেখাগুলো নিয়ে আপনারা বিরক্ত হবেন না, বরং পড়ে মন্তব্য করুন, সমাধান দিন, উপকার করুন, সান্তনা দেন।
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
এখানে ১৮প্লাস কিছুই নাই, অশ্লিল জিনিস লিখতে ইচ্ছা করে না। কিন্তু আপনাদের ভালো লেখা ভালো না লাগতে তাই করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



