“বরঞ্চ জনগনের ক্ষমতার বিপরিতে এরা সুচতুর ভাবে “আল্লার সার্বোভৌমত্বের” কথা বলেছে।”
গত কিছু দিন ধরে বাংলাদেশে ইসলাম বিরোধীদের লম্ফ-ঝম্ফ দেখতে পাচ্ছি । এই ব্লগেও লেজ কাটার দল সুকৌশলে ইসলাম, ঈমান ও মুসলিম বিশ্বাস এর ওপর আঘাত হানছে । প্রতেক মুসলিমই বিশ্বাস করে যে সার্বোভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ্ তায়ালা । মানুষ তার প্রতিনিধি মাত্র । এটা তার ঈমানের অংশ ।
এদের মনে রাখা উচিত এদেশের জনগণ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেনি । এদেশের মুসলিম জনগণ তাদের ঈমানও বিক্রি করে দেয়নি ।
প্রকৃত পক্ষে এই লেজ কাটার দলই ধর্ম ব্যবসায়ী । এরা তাদের মুসলিম পরিচয় নিয়ে সমাজে সুকৌশলে ইসলামের বিরুদ্ধাচারণ করে চলেছে । এরা স্পষ্টভাবে জনগণের সামনে বলুক যে তারা আল্লাহ্ তায়ালার সার্বোভৌমত্বে বিশ্বাস করে না । এদেশের তৌহিদী জনতা তাদেরকে সমুচিত জবাব দিয়ে দিবে, ইনশাআল্লাহ্ ।
মুসলিম ভাই-বোনেরা আপনারা বলুন, আল্লাহ্র সার্বোভৌমত্বে আমাদের বিশ্বাস আছে কি না ?
কর্তৃপক্ষ এস্কিমোর এই পোষ্টের মাধ্যমে মুসলিম বিশ্বাসের বিপরীতে আস্ফালন এড়িয়ে গেল কি করে ?
এস্কিমো, আমি আপনার পোষ্টের ওই অংশটির প্রতিবাদ জানাচ্ছি ।
কোন দল বা ব্যাক্তির সমালোচনার নামে মুসলিমদের মৌলিক বিশ্বাসের ব্যঙ্গ-বিদ্রুপ মূলক পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




