তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনা জেলা সিভিল সার্জন ডা. কেএম আশরাফুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা জজ আদালতে বৃহস্পতিবার এ মামলা করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ায় এক মুক্তিযোদ্ধার সন্তান এ মামলা করেন। জানা গেছে, পাবনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য স্টোর কিপার, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর, কার্ডিওগ্রাফার, ল্যাব এটেন্ডেটেন্ট, এমএলএসএস, সুইপার, আয়া, ওয়ার্ডবয়, দারোয়ান, মালি, কুকার-মশালচিসহ ৭৪টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত মাসে এসব পদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিযোগে জানা যায়, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। একই সঙ্গে মানা হয়নি মুক্তিযোদ্ধা কোটা। জন প্রতি ২ থেকে ৩ লাখ টাকা করে উৎকোচ নিয়ে ৭৪টি পদেই সিভিল সার্জন তার পছন্দের লোক নিয়োগ দিয়েছেন গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। এরপর থেকে তিনি লাপাত্তা রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সুপারিশের পর ২ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি পায়নি রেহেনা পারভীন মিনতি নামের এক প্রার্থী। এনিয়ে তিনি সদর থানা ও পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। এছাড়াও সাঁথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়নের সলঙ্গি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ওরফে আবুল হোসেনের ছেলে মজিবর রহমান অফিস সহকারী কাম মুদ্রাক্ষরী পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাকে নিয়োগ দেয়া হয়নি। তাই তিনি জেলা জজ আদালতের সিনিয়র সহকারী সাব জজ রফিকুল ইসলামের আদালতে মামলা করেন। বিচারক সিভিল সার্জনকে আগামী ১৫ দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হতে বলেছেন।
জানা যায়, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরী পদে মোট ৫৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ জনকে মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়। গত ১৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে মৌখিক পরীক্ষায় অংশ না নিয়েই জেলার চাটমোহর উপজেলা সদরের হরিসভা রোড এলাকার অজিত কুমার সরকারের মেয়ে মালা রাণী সরকার নিয়োগ পেয়েছেন।
অভিযোগকারী মজিবর রহমান জানান, যে ৪ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন তার মধ্যে তিনিই একমাত্র মুক্তিযোদ্ধার সন্তান।
সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোকবুল হোসেন মুকুল জানান, গোলাম সরোয়ার ওরফে আবুল হোসেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তার প্রাপ্ত আইডি নম্বর- ১৩২৯। সাময়িক সনদপত্র স্বারক নম্বর মুবি ম/সা/পাবনা/প্র ৩/৩৮/২০০২/২৩১।
এদিকে পাবনা সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানায়, মালা রাণী সরকার মৌখিক পরীক্ষায় অংশ না নিয়ে ৩ লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান। পরে পরীক্ষার রেজিস্টার্ড খাতায় তাকে উপস্থিত দেখানো হয়।
এ ব্যাপারে সিভিল সার্জনের অভিমত জানার জন্য ফোন করা হলে ডেপুটি সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ জানান, সিভিল সার্জন বৃহস্পতিবার ১০ দিনের ছুটি নিয়েছেন। তবে তিনি (দীপক) এনিয়ে নিরাপত্তহীনতায় আছেন বলে জানান।
তথ্যসূত্র :http://www.sheershanews.com/index.php?option=com_content&view=article&id=27943:2010-10-07-09-34-54&catid=52:2009-07-24-13-37-08&Itemid=59
তিন মন্ত্রীর সুপারিশ ও ২ লাখ টাকা দিয়েও চাকরি হয়নি আয়া পদে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।