কত আকুলতা ছিল শুধু তোমার জন্য
কত ব্যকুলতা ছিল তোমায় পাবার জন্য
জানিনা কেন প্রতিবার আমার সাথে
ছলনা করে ছলে গেছ.......
তাতে কি ক্লান্ত হেরি নয়নে
পথ প্রান্তে ছেয়েছিলাম
হয়ত তুমি আসবে আমায় আমায় কাছে ডাকবে বলে
কিন্তু নাহ এবারও তুমি এলেনা
কত না বার তোমায় ভুলে যেতে চেয়েছি
কত টা নিষ্ঠুরতায় তোমার গলা টিপে ধরেছি
তবুও তুমি এলেনা আমার কাছে
বসলে না এই আমার পাশে
জানি তুমি খুব ব্যাস্ত
যার তার কাছে যাবার সময় তোমার নেই
তোমার ব্যাস্ততাই হয়ত আজ এই আমায় বাচিয়ে রেখেছে
কারন তুমি যে মৃত্যু তুমি যে কাল............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




