বিডিআর বিদ্রোহের পরে আমার পরিচিত কিছু মানুষদের বক্তব্য আমাকে খুব অবাক করেছে....
তাদের সেই বক্তব্যর কিছু আপনাদের সামনে তুলে ধরছি.............
১)২৫ তারিখ রাতে ফেসবুকে ঢুকে দেখি এক বন্ধু একটা গ্রুপ ব্লগে বিডিআর এর বিদ্রোহের পক্ষে অনেক যুক্তি তুলে ধরছে।সে তার লিখা শেষ করল বিডিআরকে সাবাশ!!!!!!! জানিয়ে। সে লিখল "সাবাশ বিডিআর!!!!!!!!!সাবাশ!!!!!!!!"
২)পরদিন অর্থাৎ শুক্রবার জুমার পরে এক দাওয়াতে গিয়ে এক বন্ধুর সাথে দেখা হলো।তো বিভিন্নরকম কথার মাঝখানে আমিই বিডিআর এর কথা তুললাম।তার কথাগুলো ছিল.."এটাতো গোয়েন্দাদের ব্যর্থতা....চেইন অব কমান্ড ভেঙে পরছে.... আর্মিদের দি্যে আর এভাবে বিডিআর দের পরিচালনা করা যাবেনা"
৩)২৮ তারিখ, রোববার অফিসে গিয়ে আমি মোটামুটি একটা ধাক্কার মত খাইছি। আমার অফিসের কলিগরা অল্পকিছু তেই এত হৈ হুল্লোর করে যে, মাঝে মাঝে অফিসে যে আছি তাই মনে থাকেনা। কোন প্রাইভেট ব্যংকের পরিবেশ এত মজার হতে পারে তা এখানে কাজ না করলে জানতে পারতাম না। যাই হোক, ঐদিন অফিসে গিয়ে দেখি সবাই অন্যদিনের মতো স্বাভাবিকভাবে যার যার কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষন পরে কয়েকজন কলিগ বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে শুরু করল।তাদের একজন বলল সেনা অভিযান হলে ক্ষয় ক্ষতি কমত।অন্যরা তার বিরোধিতা করল। এর মাঝে আরেকজন এসে বলল...."ভাই আপনারা আর্মি না বিডিআর?"। আরেকজন দেখি জোকস করা শুরু করছে।অবাক লাগল। জাতির ইতিহাসের অন্যতম ঘৃন্য ও নৃশ্বংস ঘটনা নিয়েও যে আমরা মজা করতে পারি তা স্বচক্ষে দেখে আমি নির্বাক হয়ে গেলাম।
৪)গত পরশু(৮-৩-০৯), আমার বাসার সবাই এক নানার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিল।আমি ছিলাম বাসায়। পরে আমার ভাই এসে বলল, আমাদের এক খালু নাকি আর্মিদের ওপর ভীষন ক্ষূব্ধ।উনি নাকি বলেছেন...."আর্মিরাই তো এই দেশের সব, আমরা কিছুইনা। আমাদের উচিত এদের বিরূদ্ধে যুদ্ধ করা।" আরেকজন বললেন."আর্মিদের মতো এত টাকা পাইলে আমরা কখনো
দূর্নীতি করতাম না."
এতক্ষন আমি যাদের কথা আপনাদের বললাম, তাদের সবাই উচ্চ শিক্ষিত এবং মোটামুটি প্রতিষ্ঠিত। একটি দেশের শিক্ষিত সমাজ যদি এরকম হত্যা ও জিম্মির ঘটনাকে সাবাশ!!!! জানাতে পারে, তাহলে ঐ শিক্ষা জাতির কি কাজে আসবে আমার জানা নাই।যাদের কথা এতক্ষন বললাম, এই ঘটনায় তাদের কারো নির্লিপ্ততা বা কারো পক্ষপাতিত্ব(এই ঘটনায় আর্মির বিপক্ষে কথা বলাকে কোন পক্ষ বলা যায় বুঝতিছিনা) দেখেই বলে দেওয়া যায় আমরা কতটা নিকৃষ্ট।কিভাবে আমরা এত বড় একটা জাতীয় বিপর্যয়কে মজা করার বিষয়বস্তু বানাতে পারি??এরকম নৃশ্বংশ হত্যাযজ্ঞের পরও আমাদের মাঝে কিছু লোক আছেন যারা মনে করেন কাজটা ভালো হয়েছে। এদের মাঝে এমন কিছু পিশাচ ও আছে, যারা আর্মিদের সাথে যুদ্ব করে আরও রক্তের বন্যা দেখতে চায়। অনেক সময় আমার মনে হয় আমরা কি আসলেই মানুষ?????
আমি জানিনা এই পৃথিবীতে আমাদের চেয়ে স্বার্থপর আর বিশ্বাসঘাতক কোন জাতি আছে কিনা??
অবশেষে যারা এই নির্মমতার স্বীকার হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি যথাসম্ভব সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলতে চাই- আর্মি যদি অনেক দূর্নীতি করে থাকে তবে তার শাস্তি ওরা পেয়ে গেছে।তাদের নিয়ে আমরা আর কথা না বলি। কিন্তু যদি আর্মি বড় ধরনের কোন কিছু না করে থাকে তাহলে এই জাতির জন্যে ভয়ংকর কিছু অপেক্ষা করছে।
সবার জন্য শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




