বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে আর কত দিন লাগবে?
শহীদ জননী জাহানারা ইমাম দেখে যেতে পারেনি রাজাকার মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ। আমরাও কি বেচে থাকা অবস্থায় দেখে যেতে পারব শহীদ মাতার আজীবনের লালিত স্বপ্ন।
রাজাকারদের প্রতি করুনা করায় তারা আজ ফুলে ফেপে রাষ্ট্রের সর্বোচচ অবস্থানে পৌছেছে।
তারা আজ চাকুরি দাতা।
স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেশের এপার থেকে ওপার পযর্ন্ত মহড়া দিয়েছে। কষ্টে বুকটা ফেটে যায়।
আমাদের মূল সমস্যা জাতীয় ঐকের অভাব। মুক্তিযোদ্ধারা দ্বিধা বিভক্ত।এই সুযোগে হায়েনারা কামচে ধরেছে দেশের মানচিএ।
ধর্ম বাচাও বলে পাকিস্তানের সেই কুকুর গুলো নির্মমভাবে হত্যা করেছে বাংগালিদেরকে। কই ধর্ম বাই এখন আমাদের বিপদে পাশে দাড়ায় না।
ধিক রাজাকার শত ধিক।
বস্তাপচা রক্তাক্ত মওদুদীবাদকে এদেশে তাদের দোসররা টেনে এনেছে।
তবে আশার কথা সিভিল সোসাইটি এসব বস্তাপচা মতবাদ গ্রহন করেনি। করবেও না ।
লক্ষ শহীদের রক্তে ভেজা ও আর্তত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা ভূলুন্ঠিত হতে দিবে না বাংলার দামাল ছেলেরা।
মুক্তিযুদ্ধে সহায়তাকারী বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারতেকে যারা এখনও বিরোধিতা করে তাদের জানা উচিত
ভারতকেই আমাদের বেশী প্রয়োজন
কারন
ভৌগলিকভাবে ভারতই আমাদের কাছের রাষ্ট্র।
পাকিস্তান নয়।
মৌলবাদ,রাজাকার নিপাত যাক, জয় হোক মানবতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




