বিদায় ১৪১৪ বাংলা সন।
স্বগতম।
১৪১৫।
নতুন বর্ষের আনন্দ উপভোগে দেশ জুড়ে চলছে বাঙ্গালীর প্রানের উৎসব বৈশাখী মেলা।
ধনী গরীব
সবাই আসে এই মেলায় আনন্দ ভাগ করে নিতে
সাধ সাধ্যের মধ্যে সদা কিনে নেয় এরা, এক সাথে বসে খাবার খাওয়া, মোহনীয় আড্ডা।
ছোট বড় সবার আনন্দ।
রং মেখে সং সাজা
উপচে পড়া মানুষের ভিড় লেগেই আছে
রমনার ছায়ানট, ঐতিহ্যবাহী সোনার গাঁসহ বৈশাখী মেলার জোয়ারে দেশ কাপছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও জমে উঠেছে বৈশাখী মেলা।
এমন আনন্দ থাকুক বাঙ্গালীর ঘরেঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




