
আমি এক খুনী কবি
অদ্ভুত সুন্দর আর ভদ্র চেহারা অনেক
আমার চার ধারে আষ্টেপিষ্টে আছে।
মোটা ফ্রেমের চশমা পরা সজ্জল কবির সাহেব কে দেখে বুঝার উপায় নেই,
সে এক ভয়ংকর খুনী।
আমার চারধারে খুনীরা আকুপাকু করছে।
ভয়ংকর খুনীর এক নগরে আমি
যেখানে খুন কোন অপরাধ নয়।
আমরা সমাজবদ্ধ হয়ে খুন করি
অতপর শপথ করি আরেকটি খুনের।
রক্তের গন্ধ মোদের ভাল লাগে,
বাতাসে আত্মারচিৎকার শুনে প্রশান্তি লাভ করি।
এখানে খুন কোন অপরাধ নয়।
আজও মোরা মত্ত হয়েছি খুনের নেশায়।
অবিশ্রান্ত স্লোগানে মুখর জনপদ এক
ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই.....
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



