কবিদেরও মৃত্যূ হয়
নশ্বর এ পৃথিবীতে কবির শরীর মাটিতে মিশে যায়
বৃষ্টির পানি মিশে কাদা হয় সে মাটি
ভেজা মাটির গন্ধে আর নতুন গজানো ঘাসের উপর শিশির মাড়াতে
কবিরা জেগে উঠে!
কবিরা জেগে উঠে নিশিতে!
কবিদের মৃত্যুঘটে শরীরে
কবির শরীর মাটিতে মিশে গেলে
কবিরা জেগে উঠে প্রানে!
নদীর ধারে গভীর রাতে প্রেত ভেবে যাকে মাঝি ভুল করে
অথবা সন্ধ্যার পাখি, রাতের পেঁচা বা খসে পড়া তারা
এরা সকলে আদতে কবি
রাত জাগা কবি!
কবিরা মরেযায় দেহে
কবিতা থামেনা মোটেই তাতে
ঝড়ের গর্জন, শুকনো পাতার শব্দে বা গভীর রাতের বয়ে চলা নদীর কলকল ধ্বনিতে
কবিতা আওড়ে যায় কবি!
সে কবিতা বোঝার সাধ্য কই আমার?
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



