আমিও ছিলাম এক নিকৃষ্ট যোদ্ধা সেই গণহত্যার ,
অবসান ঘটেছে সেই বর্বরতার ।
যুদ্ধ ক্ষেত্রে একটি বারের জন্যও হইনি আমি গুলিবিদ্ধ ,
তবে আজ আমি প্রশ্নবিদ্ধ ।
জেগে উঠেছে আমার ঘুমন্ত বিবেক, প্রশ্ন করছে আমায়-
কেন আমি সেই নিষ্পাপ শিশুটিকে হত্যা করলাম, নির্মমভাবে ?
কি ছিল তার অপরাধ ?
তার অপরাধ কি ছিল ভুল জন্ম ?
আজ করছি আমি আর্তনাদ, সেই শিশুটির মত।
অসহায় আমি, অসহায় আমি আমার বিবেকের কাছে ।
আজ নিজের কাছে প্রশ্ন আমার, আমি কি সেই বীর যোদ্ধা ?
নিজেকে বীর বলতে আজ ঘৃণা হয় আমার, হারিয়েছি আমার বীরত্ব ।
ভয় গ্রাস করেছে আমায়, আমি কখনও ভয় করিনি মৃত্যুকে
তবে কেন আজ মৃত্যু ভয়ে কাতর আমি?
কেন বিবেক প্রশ্ন করল আমায়?
আমিতো নই কোন যুদ্ধ জয়ী যোদ্ধা ।
আমি যেন এক কাপুরুষ, যে হেরেছে নিজের বিবেকের কাছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




