কিছু প্রশ্ন এবং তার গান্ধীবাদী জবাব । অনেকে এমন প্রশ্নের সম্মুখীন হতে পারেন, তাদের জন্যে এসব কাজে আসতে পারে । ধন্যবাদ ।
তুমি বেফাস কথা বলো কেন ?
কি করব বলেন ! কথার সাগর পেট থেকে মাঝে মাঝে দু-এক ফোটা যদি উপচাইয়া না পড়ে তাহলে’ত পেট ফাইট্টা মইরা যাইমুরে মামু । তাই বেফাস কথা কই..সেই জন্যে দুঃখিত ।
বেয়াদবের মত কথা কও কেন ?
দুঃখিত, আমি যে জন্ম থেকেই বেয়াদব ! পৃথিবীতে আসার পর থেকে আদাব-নিয়ম-শৃংখলা রপ্ত করার চেষ্ঠা করছি । মৃত্যুর আগ পর্যন্ত চেষ্ঠা করে যাব । আপনার কাছে আদব শেখার কোন উপায় জানা থাকলে দয়া কইরা বইল্লা উদ্ধার করেন ।
এক থাপ্পড় দিয়ে দাত সব ফেলে দিব, বেয়াদব কোথাকার !
জ্বি দেন, থাপ্পড় দেন । তবে দাত ঠিক ডান দিক থেকে ফেলবেন, আমার ওপাশের দাতগুলো একটু দূর্বল । এতে আপনার সুবিধা হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



