নরকে নিশ্চুপ আরো কিছু
প্রহর কেটেছে ধ্যানে। মুক হতে হতে
বধির স্মৃতি আলেখ্য অনুগত হয় ক্রমে-
আদিম কাঙ্খিত দৃশ্যাবলী স্বচ্ছ :
প্রাগৈতিহাসিক রিপুর গরলে
সিক্ত ক্রমাগত;
শেষ প্রহরের জোছনা নির্বাক
চেয়ে আছে অসম্ভাব্য জোয়ারের
একাকী বাতাসে; নদীর আড়ালে লুকায়িত
অনাগত ভোরের কিছু শাব্দিক দ্যোতনা।।
২৩.০৫.০৭ ভোর ০৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




