প্রথমে Subtitle Edit 3.0 ডাউনলোড করে নিন এখান থেকে সরাসরি এখানে অথবা সবগুলো ভার্শনের জন্য এখানে দেখুন
তারপর-
১। সফটয়ারটি ইন্সটল করে রান করুন।
২। যে সাবটাইটেল এডিট করতে চান তা File>Open এ গিয়ে ওপেন করুন।
৩। যে লাইনগুলো বোল্ড করতে চান তা সিলেক্ট করে রাইট বাটন অপশনে গিয়ে বোল্ড করুন। ইটালিক, কালার চেঞ্জ ইত্যাদি আরো অনেক অপশন আছে।
রাইট ক্লিকে আরো যেসব কাজ করতে পারবেনঃ
ফন্ট চেঞ্জ, লাইন Merge/Split, লাইন আগে-পরে নেয়া ইত্যাদি।
৪। সবচে কাজের অপশন হল Visual Sync। এজন্য প্রথমে Options>Settings>Video Player tab এ VLC প্লেয়ার সিলেক্ট করে নিন। Synchronization>Visual Sync থেকে Visual Sync চালু করুন।
তারপর Visual Sync উইন্ডোতে বাঁয়ের দিকে ভিডিও চালু করে শুরুর লাইনটিকে মিলিয়ে নিন কাঙ্খিত ফ্রেম এর সাথে, একই কাজ ডানদিকে করুন, তবে শেষের লাইনের সাথে শেষের ফ্রেমটি মিলান।
প্রেস করুন Sync বাটন। ব্যাস! সেইভ করে নিন।
এ সফটওয়্যার দিয়ে মোটামুটি সব এক্সটেনশনের সাবটাইটেল এডিট করা যাবে।
কোন সমস্যা হলে জানাবেন, সাহায্য করার চেষ্টা করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





