সমুদ্র সৈকতে মুখ থুবড়ে প’ড়ে থাকা জেলিফিশ কিংবা
নিখুঁত সরলরেখার মতো এই জীবন
আর ভালো লাগে না আমার,
চলো প্রিয়, আজ আমরা যুগল গরনাই মাছ কিংবা বক্ররেখা হই!
চলো মজে আসা দুঃখিনী নদীর পাড়ে
মটরশূটির ক্যানভাসে বিমূর্ত শৃঙ্গারচিত্র হ’য়ে
পৃথিবীর রঙ শুষে গোধূলি নামিয়ে
জ্যোৎস্নার চাদর টেনে নিই গায়ে।
চলো বাউরি বাতাস হ’য়ে
রবিশস্যের ক্ষেতে বিলি কাটি,
বনে বনে পাতায় পাতায় তুলি মূর্ছনা
অদম্য কিশোরের ঘুড়ি শূন্যে ভাসিয়ে রাখি।
আর না হয় বাউকুড়ানি হই, ধুলো আর ঝরাপাতা উড়াই
উড়াই প’ড়ে থাকা প্রত্যাখ্যাত ছেঁড়া প্রেমপত্র,
পাখির পালক, শিমুল তুলা, প্রজাপতির ভাঙা পাখা, আরও কত কী
যা দেখে মানুষেরা জন্ম দেবে অলৌকিক সব আখ্যান!
যদি ঝড় হতে চাও, তাতেও আপত্তি নেই
শীতের একঘেয়ে শান্ত বৃষ্টির মতো জীবনে
ঝড়ের বৈচিত্র্য নিশ্চয় মন্দ লাগবে না আমার।
চলো প্রিয়, এবেলায় রোদ্দুর হই, ওবেলায় বৃষ্টি
আপনা-আপনি সুখের রামধনু উঠবে হৃদয়াকাশে!
চলো প্রিয়, আজ আমরা একটা কিছু হই….
ঢাকা।
০৮.০২.২০২৩
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




