
আমি লাল নই, তাহলে ভব’র ভাষায়- দালাল! যাইহোক লালু ভব’র পাছা আজ লাল করে দিয়েছে তারই লালজঙ্গি ভাইয়েরা! অথচ গতবছরও বইমেলায় তসলিমা নাসরিনের 'চুম্বন' বইটি বিক্রি করেছেন তিনি, আওয়ামী লীগ সরকার বাধা দেয়নি। ভিডিওতে দেখলাম তার লালজঙ্গি ভাইয়েরা তাকে কান ধরতে বলছে, কান ধরেছেন কি না জানি না, তবে করজোড়ে ক্ষমা চেয়েছেন। একে একে সব লালুর পাছা লাল হবে, অপেক্ষা.......
লেখক-শিল্পীদের আমজনতার চেয়ে আগে ভাবতে হয়, আগে চলতে হয়, সামনে দেখতে হয়। আমজনতা কুয়াশা দেখলেও, মনের চোখে কুয়াশার আড়ালের দৃশ্যও লেখক-শিল্পীদের দেখতে হয়। কিন্তু এই দেশের বেশিরভাগ লেখক বা অন্যান্য শিল্পমাধ্যমের শিল্পীরা ভীষণরকম অদূরদর্শী! এদের চিন্তা-ভাবনা, জ্ঞান ও দূরদর্শীতা আমজনতার প্রায় সম-পর্যায়ের। এজন্যই এই দেশ সংকটের বৃত্তে ঘুরপাক খায়, দুঃখ ঘোচে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


