
ফরিদপুরে লক্ষ্মীর হাটে দুই দিদি ছোট লক্ষ্মী প্রতিমা কিনতে এসেছেন, বিক্রেতা শিল্পী নিজেই। তারা বেশ দরদাম করছেন। একজন বললেন, ‘তাদের বাড়িতে পিতলের লক্ষ্মী আছে, পুরোহিত বলেছেন গঙ্গাজল দিয়ে ধুয়ে ওটাই পূজা করতে। বছর বছর আর মাটির লক্ষ্মী কিনতে হবে না।’
আমি বললাম, ‘দিদি, আপনি এক কাজ করবেন, অর্ডার দিয়ে পিতলের একটা পুরোহিত বানিয়ে নেবেন, তারপর ফোনে মন্ত্র চালিয়ে দেবেন। তাহলে বছর বছর পুরোহিত ডাকতে হবে না, আপনার খরচও বাঁচবে। পুরোহিতকে বলে দেবেন তাকে আর আসতে হবে না, আপনি বিকল্প পেয়ে গেছেন।’
তিনি হি হি করে হাসলেন।
ঈশ্বর বলে কিছু নেই, দেব-দেবীরাও উত্তরাখণ্ড অঞ্চলের মানুষই ছিলেন। তাদের কোনো অলৌকিক শক্তি ছিল না, এখনও নেই। তাই পূজা-পার্বণ করে ভাগ্যের কোনো পরিবর্তন অসম্ভব। বিল গেটস বা ইলন মাস্ক কখনও লক্ষ্মীপূজা করেননি, কিন্তু আমাদের দেশে কত হরিপদ-কালিপদ সারাজীবন লক্ষ্মীপূজা করেও তিনবেলা খেতে পায় না।
এসব লোকাচার। মানুষের বিশ্বাস। এর মাধ্যমে কিছু মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়। পুরোহিতের যেমনি হয়, মৃৎশিল্পীরও হয়। কিন্তু আপনি পুরোহিত মৃৎশিল্পীর পেটে লাথি মারার বুদ্ধি কেন দেবেন! বরং আজকের দিনে পৌরহিত্য প্রথাই বন্ধ হওয়া উচিত। যার যার পূজা নিজেরই করা উচিত। বিশ্বাস আপনার, ঈশ্বর আপনার, আপনি কেন ঈশ্বরের কাছে পৌঁছতে দালাল ধরতে যাবেন!
ঢাকা
৬ অক্টোবর, ২০২৫
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


