তুমি আজ কালো হেযাব পরেছিল।
খ্রিষ্টানদের নানদের মত পবিত্রতা ছুয়ে ছিলো সারাক্ষন।
তোমার মন খারাপ নেই আর।
বাবা আমার কবিতা দেখে বল ফিরে পেয়েছেন।
বাবা বল পেলেই তুমি ভাল থাকো।
এ বল সে বল নয়, লাথি মেরে মেরে খেলা যায় না।
এ বল শক্তির বল, পেলে ক্ষমতা দেখানো যায়।
বাবা বলেছে তোমাকে প্রধানমন্ত্রি করে দিবে।
আমি তাতে মনে কষ্ট পেয়েছি।
প্রদান মন্ত্রি হাসিনা ছিলো।
কই অয়াজেদকে তো একবারও টিভিতে দেখায় নি।
খালেদা যখন প্রধানমন্ত্রি জিয়া তখন শহীদ।
তুমি প্রদানমন্ত্রি হলে আমার কি হবে?
আমি তোমাকে যখন ইচ্চা কাছেও পাবো না।
ফালুটালুরা আশেপাশে ঘুরঘুর করবে।
জেলাস বল বলতে পারো।
আমি ফালুদের ঘৃনা করে।
তুমি প্রধানমন্ত্রি হতে পারবা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




