তিনদিন তোমার খোঁজ নেই।
আমাকে না বলে কোথায় চোলে গিয়েছো।
মাইন্ট করেছি। অশ্রু ফেলে পেলে চোখের কোনা ভিজিয়েছি।
তিনদিন পরে এসে তুমি বলিলে গোপন বৈঠক ছিল।
বাবা এসে ধরে নিয়ে যায়। সময় পাও নি।
আমি তোমার মুখের পানে থাকিয়ে সব ভুলে যায়।
তোমার মুকের গল্প শুনি।
ওখানে অনেক পরিকলনা হয়েছে ভবিষ্যতে।
তুমিও এক পদ আগিয়েছো।
বাবা তোমাকে গোলাম আংকেলের আরও কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়েচে।
কামরুজ্জামান আংকেলের ছেলে তোমার উপর নাখোশ।
বাবা গোলাম আংকেলকে ধরে মিটিয়ে ফেলেছেন।
সবই আলাহর ইচ্ছায় ঘটে ভাল, মন্দ।
তুমি এখন থেকে মাসিক পাবা।
২০০ ডলার।
শিকড়ে তবে লেকা বারাতে হবে শুনে আমি কষ্ট পেয়েছে।
তোমার ক্ষ্ট আমার সহ্য হয় না।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




