সাধারন মুসলিম জনগন ইসলামকে শুধূ একটা ধর্ম হিসেবেই জানে। যারা নিয়মিত নামাজ রোজা করে তাদের মধ্যে ও অনেকই বাস্তব জীবনে ইসলামের প্রভাব আছে এমন ধারনা রাখেনা। জনগন আলেম সমাজ থেকে ইসলামের যে আলো পেয়েছে এবং তারা দ্ভীন ইসলাম সম্পর্কে যেটুকু ধারনা দিয়েছেন। ঠিক ততটুকুই তারা জানেন।
মানুষের জীবনে বহুদিক রয়েছে। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি।
কিন্তু সাধারন ভাবে এসব দিক থেকে ধর্মকে আলাদা মনে করা হয়। অন্যান্য ধর্মে অবশ্য আলাদাও বটে। কিন্তু ইসলামে ধর্মীয় দিকটি অন্যান্য দিক থেকে আলাদা। বরং সকল দিকেই ইসলামের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান।
ইসলামের দৃষ্টিতে ধর্মীয় দিকটি গোটা মানবজীবনের চালিকা শক্তি।
আল্লাহর দাসত্ব , রাসূল সা: এর আনুগত্য ও আখিরাতের জবাবদিহিতা এ তিনটি ধর্মীয় নীতি হলেও মুসলমানদের গোটা জীবনের সাথে এগুলোর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
মুমিনের জীবনে দ্বীনদারী ও দুনিয়াদারীতে কোন তফাত নেই। ঐ তিনটি ধর্মীয় নীতি অনুযায়ী কাজ করলে দুনিয়াদারী বলে গন্য সকল কাজই দ্বীনদারীতে পরিনত হয়।
আগামী কিস্তিতে- দুনিয়ায় নবী পাঠানোর উদ্দেশ্য পেশ করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




