ভোট এর অর্থ হল রায় দেয়া, সমর্থন করা, মত প্রকাশ করা। আমরা অনেক জায়গায়ই ভোট দেই। ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।
এই সব নির্বাচনে যারা দাড়ায় তাদের মধ্যে এমন লোক ও থাকতে পারে , যাকে জনগন ভাল লোক মনে নাও করতে পারে। কিন্তু ধনবল, জনবল থাকায় বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়। কেনা অসত লোক যদি চয়ারম্যান বা মেম্বার হয়ে যায় এবং ক্ষমতা হাতে পেয়ে জনগনের সেবকার রবদলে নিজের স্বার্থ হাসিল করার কাজে লিপ্ত হয়, তবে নির্বাচনেরর সময় ব্যয় করা অর্থ দুর্নীিত করে কামাই করে নেয়।
তাই ভোট দাতাদের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা জরুরী। যাতে করে সত ও যোগ্য লোক নির্বচিত হয় এবং কোন অসত লোক পাশ করতে না পারে। যদি কোন অসত লোক নির্বাচিত হয় তাহলে সে যত গুনাহের কাজ করবে আখিরাতে এর সমান শাস্তি তারাও ভোগ করেব। আর যদি সত লোক পাশ করে তার সওয়াব ও তারা পেতে থাকবে।
অতএব দো গেল, নির্বাচনে ভোট দেয়াটা কোন খেল তামাশার বিষয় নয়। এটা এক বিরাট পবিত্র দায়িত্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




