হযরত আবু হোরায়রা রাঃ থেকে র্বনিত, রাসূল সাঃ বলেছেন, আল্লাহ তায়ালা বলেছনঃ আমার বান্দা আমার সম্পর্কে েযমন ধারন করে , আমি তেমনি। সে যেখানেই আমাকে স্মরণ করে , সেখেনই আমি তার সথে থাকি। আল্লাহর কসম , যে ব্যক্তি মরূভুমিতে তার স্বর্বস্ব হারিয়ে আবার ফিরে পায় , সে তখন যত খুশি হয় , কোন বান্দা গুনাহ করার পর সৎপথে ফিরে এলে আল্লাহ তার চেয়েও বেশী খুশি হন। আর যে ব্যক্তি আমার দিক এক বিঘত অগ্রসর হয় , আমি তার দিকে একহাত অগ্রসর হই। আর েয ব্যক্তি আমার দিকে একহাত অগ্রসর হয় , আমি তার দিকে এক গজ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে হেটে এগিয়ে আসতে থাকে, আমি তখন তার দিকে দৌড়ে এগিয়ে যাই।
সহীহ বুখারী ও মুসলিম।
অতএব আমাদের সকলকে আল্লাহ দেয়া পথে চলা এবং ফিরে আস উচিৎ।