ছাত্রজীবনে পরীক্ষার পরবর্তী এবং পূর্ববর্তী অবস্থা
ক্লাস ৫-
পূর্ববর্তী অবস্থা- তিনবার রিভিশন দিছি । ২০০% কমন (বিকল্প সহ আরকি )
পরবর্তী- কেউ ১০০ আর কেউ ৮০ এর নিচে নাম্বার নাই
ক্লাস ৮-
পূর্ববর্তী অবস্থা- দুইবার রিভিশন দিছি । ২০০% কমন
পরবর্তী – A+ থাকবে সবার ( ভি চিহ্ন হবে ) ,স্কলারশিপ পাইয়া কোপাকুপি অবস্থা ।
এস এস সি -
পূর্ববর্তী অবস্থা- রিভিশন দিয়া গেছিলাম । আগেইন ২০০ পারসেন্ট কমন
পরবর্তী – A+ সব বিষয়ে । ছবিতে লাখো মেধাবি মুখের ভি চিহ্নসংবলিত ছবি
এইচ এস সি-
পূর্ববর্তী - সবগুলা একবার দেখছি । ১০০% কমন
পরবর্তী- A+ তয় সব না বাংলায় মিসের ছড়াছড়ি
ইউনিভারসিটিতে-
পূর্ববর্তী- পরীক্ষার আগের বন্ধে প্রয়োজনীয় বই কেনা , নোট ফটোকপি করা এই নিয়ে কেটে যায়
অধিকাংশ সময় আগের দুইরাতে কোনমতে একবার দেইখা , এক্সামের একমিনিট আগে রুম থেকে দৌড়।
পরীক্ষার সময়ঃ ৭০ ভাগ কমন বাকি ৩০ ভাগ আমদানি ।
পরবর্তীঃ ৬০ % পেয়ে নিজেরে আইনস্টাইন ভাবা ।
সময়ের সাথে বিবর্তন বড়ই দুঃখজনক
