আমার বড় বোন। বয়স প্রায় পঞ্চাশের কাছে। তার কাছে কল এল। রিসিভ করার পর ফোনের-
অপর প্রান্তথেকে- আপা আপনার Welcome tunes টা খুব সুন্দর ।
এ প্রান্ত থেকে- তুমি কে? কাকে চাও?
অপর প্রান্তথেকে- আপা আপনি আমাকে চিনবেন না। আমি আপনাকে চাই।
এ প্রান্তথেকে- কি চাও বল?
অপর প্রান্তথেকে-আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই।
এ প্রান্তথেকে-আমি বুড়ি মানুষ ।আমাকে তুমি চিন না। আমার সাথে তোমার কিভাবে বন্ধুত্ব হয়।
অপর প্রান্তথেকে - আপনার কন্ঠ শুনে ত বুড়ির মত লাগেনা। আপনার বয়স কখনও বেশি হতে পারে না। আপনি মনে হয় আমার সাথে মিথ্যা বলছেন।
এ প্রান্তথেকে- তোমার কি মনে হল আর কি মনে হল না তাতে আমার কিছু আসে যায় না।
ফোনের লাইন কেটে দেয়া হলে বিভিন্ন নাম্বার থেকে মিসকল এবং বিভিন্ন রকমের মেসেজ পাঠানো শুরু হয়।
দুলাভাইয়ের রাগত কন্ঠ শেষ পর্যন্ত সবকিছু থেকে মুক্তি দিল।
আমার বান্ধবির সদ্য বিয়ে হয়েছে।রাত সাড়ে তিনটার দিকে ফোনে ফিসফিস করে বলল- এই তুমি কি ঘুমিয়ে পড়েছ?
-আপনি কে বলছেন?
-আমাকে চিনতে পারছ না? আমি তোমার ইয়ে বলছি।
- আমার ইয়ে ত আমার পাশে ঘুমিয়ে আছে।
তারপর আর কোন দিন সেই মোবাইল নাম্বার থেকে তাকে বিরক্ত করা হয়নি।
এরকম তিক্ত ঘটনা অনেকের জীবনে রয়েছে যা আমাদের কান পর্যন্ত পৌছায় না।
বর্তমানে অনেক মোবাইল কোম্পানি অবাঞ্চিত কল রোধ করার ব্যবস্থা গ্রহন করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছিনা। যে সকল মোবাইল কোম্পানিরা এ ব্যবস্থা গ্রহন করেছেন তাদের সকলকে ধন্যবাদ.....................।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




