আমরা প্রায়ই মুক্তিযুদ্ধের চেতনা,আর এর বিপরীত চেতনা(?) বলে থাকতে দেখি! এখন প্রশ্নহল - এই' মুক্তিযুদ্ধের চেতনা' কাকে বলে? এর কোন সঙজ্ঞা আপনার জানা থাকে তাহলে আমাকে জানাবেন কি ?
আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি ,করেছি , এর জন্য কষ্টও ভোগ করেছি , তারা যতটুকু জানি , তাই তুলে ধরার চেষ্টা করা উচিত এই প্রজন্মের জন্য !
হা, আমার অভিজ্ঞতা এবং এর আগে থেকে অংশগ্রহণ করা থেকে শুরু করে যা আমি দেখেছি , করেছি , অন্যকে করতে দেখেছি ,দেশের ঘটনা প্রবাহ যা আমি প্রত্যক্ষ করেছি - কম-বেশী না করে লিখব ,যাতে
বুঝা যায় মুক্তি যুদ্ধের চেতনা কি ছিলো ! এতে কারো বিশ্বাস থাকুক
আর নাই থাকুক ! প্রকৃত অবস্থা তুলে ধরতে আমি দৃঢ় প্রতিজ্ঞ !
১৯৭১' এর পটভুমির শুরু যদিও অনেক আগে কিন্তু আমি এতো আগের ইতিহাস তুলে না ধরে ৭০'এর নির্বাচন কালিন এবং পরবর্তী অবস্থা থেকেই ইতিহাসের পাতায় হেঁটে আসি !
৭০' এর এস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


