হ্যা এটাই ওর আসল পরিচয়। গত সংসদ নির্বাচনে মরহুম আবুল হোসেন তরুণের স্ত্রী সুলতানা তরুণকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বদলে যায় পুত্র পিটারের চলাফেরা। শুধু এই পরিচয়ে লীগের এই ১ বছর ৪ মাসে তিনি যা যা করেছেন-
১/ বিয়ের ৭ বছর পর রাজকীয় এক বৌভাতের আয়োজন করে নিজ শহরে হইচই ফেলে দিয়েছেন। বিয়ের ৭ বছর পর বৌভাতের দাওয়াত পেয়ে আওয়ামী লীগের নেতারা মুখ চেপে হাসছেন।
২/ তিন মাসের মাথায় তিনি কেনেন একটি দামি গাড়ি।
৩/ বারো মাসে এসে লাইসেন্স করে ৬ লাখ টাকা মূল্যে কেনেন অস্ত্র।
৪/কাবিখা-টিআর প্রকল্প থেকে শুরু করে সব জায়গায় ভাগ বসাতে থাকেন ছায়া এমপি খ্যাত পিটার।
৫/ সর্বশেষ অভিযোগ উঠেছে, বিয়ের অনুষ্ঠান করার নাম করে প্রায় অর্ধকোটি টাকা উপঢৌকেন আদায় করেছেন এমপি সুলতানা তরুণের পুত্র গোলাম জিলানী নজরে মুর্শেদ পিটার। বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই উপঢৌকেন আদায় করা হয়।
তা উনি বাকি সময়ে আর কি কি করতে পারেন তার একটা লিস্টি আপনারা দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




