বিশ্বাস, তুমি কি ক্ষণিকের জন্য আকাশে উঁকি দেয়া রংধনু?
নাকি ছোটবেলার "রোদ উঠেছে বৃ্ষ্টি পড়ছে খেক শিয়ালের বিয়ে হচ্ছে" কবিতার সেই বৃষ্টি!
নাকি তুমি শীতের ভোরে আকাশপাণে উড়ে যাওয়া পরদেশী পাখি?
তুমি আবার স্নাইপার জুড়ে দেয়া বন্দুকের মত কোন নীরব ঘাতক নয় তো?!
তুমি কি দূরে দাঁড়িয়ে থাকা ময়ূরাক্ষী কিশোরীর
বাঁকা ঠোঁটের এক পলক মুচকি হাসি?
বিশ্বাস, তুমি আসো ধীরে, সঙ্গোপনে, আঁধারের কেন্দ্র হতে আলোক বার্তা নিয়ে।
কিন্তু ক্ষণিক পরে তুমি কেন হারিয়ে যাও সেই আঁধার নামক কৃষ্ণ গহবরে????
হারিয়ে যাও হাজারো ক্রোশ দূরে অরণ্যের ওপাড়ে শূন্যতার ভিড়ে
তবে কেন সঙ্গে নিয়ে যাও না আমাকে দেয়া মিথ্যে স্বপ্নের অক্ষরে লেখা
সেই প্রতারক দিনপন্জীকা??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




