মা,
মানুষ এত বোকা কেন বলতে পারো? ওরা বলে আজ নাকি বিশ্ব মা দিবস!!!! এসব দেখে আমার খুব হাসি পায় মা। ওরা কেন বোঝে না ঘটা করে ওসব দিন পালন শুধু প্রেমিক প্রেমিকা, বন্ধু-বান্ধব আর স্বামী-স্ত্রীদের জন্য ই শোভন!!!! মাঝে মধ্যে আমার খুব রাগ হয় মা। এখন মানুষ এত ব্যস্ত যে মাকে ভালবাসি একথা বোঝাতেও ওদের একটা বিশেষ দিন লাগে। কেন এমন অদ্ভুত কাজ করে ওরা বল তো???? তোমাকে যদি বিশ্ব সন্তান দিবস বলে তোমার সন্তানদের জন্য একটা দিন ঠিক করে দেয়া হয় তা কি তুমি মেনে নেবে বল মা???? তাহলে আমাদের কেন মেনে নিতে হবে???
জানো মা, একটা দিনের কথা খুব মনে পড়ছে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ভয়ে আর সংকোচে তোমার সাথে তা শেয়ারও করতে পারছি না। তখন রাতে আমার ঠিক মত ঘুমও হত না। যখন আমার সে সমস্যা তুঙ্গে পৌঁছালো সে রকম এক রাতে সারারাত ছটফট করছি অস্হিরতায় আর ভাবছি আমার কোন পরীক্ষা এলে বা কোন বিপদ আপদ এলে আমি দৌঁড়ে তোমার কাছে যেতাম আর তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে রেখে বিড়বিড় করে কি যেন সব দোয়া পড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটু ফু দিয়ে দিতে আর শেষে কপালে চুমু খেয়ে দিতে। আর ওমনি আমার ভেতরটায় কেমন যেন একটা অসম্ভব সাহস অনূভব করতাম। মুহূর্তেই আমার সব ভয় দূর হয়ে যেত। এসব চিন্তা করতে করতে কখন যে একটু চোখ দুটো আমার লেগে এসেছিল তা বলতে পারবো না। হঠাৎ করেই চোখের উপর হালকা কি যেন অনূভুত হতেই চমকে জেগে উঠলাম। বিষ্ময়ে হতভম্ব আমি চেয়ে দেখি তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে নিয়ে সব সময়ের মত দোয়া পড়ে ফু দিয়ে কপালে চুমু খেলে। কিছু বুঝে উঠার আগেই তুমি আমায় বললে,"বাবা গত কয়েকটা রাত আমি কেন যেন ঘুমাতে পারি না। খুব অস্হির লাগে। একটু ঘুম এলেই শুধু তোকে দেখি। দেখি তুই দৌঁড়ে এসে আমার কোলে মাথা দিয়ে বলছিস মা আমাকে দোয়া পড়ে আদর করে দাও। বাবা আমি জানি না তোর কিছু হয়েছে কিনা, তবুও তোকে আদর করে দিলাম। তোর ঘুমটা ভেঙ্গে গেল বলে দুঃখিত। একটু সাবধানে চলাচল করিস বাবা।" সে দিন আমার সামনে থেকে চলে যাওয়ার পরে আমি আঝোড় ধারায় কেঁদেছিলাম। জানো মা এরপর আমার বিপদ কেটে যাওয়াটা ছিল সময়ের ব্যপার মাত্র। আর এত অল্প সময় ছিল সেটা যে আমাকে একটু দুশ্চিন্তাও করতে হয়নি। এই রকম ঘটনা আমার জীবনে যে কতবার ঘটেছে তা গুনে বলা সম্ভব না মা। তুমি হয়তো কখনও জানতেও পারনি। আজও হয়তো তুমি জানতে পারবে না। তুমি তো আর ব্লগ লেখ না বা পড়ও না। আমার ব্লগার বন্ধুরা কিন্তু আজ সব জেনে যাবে।
জানো মা, মাঝে মধ্যে মনে হয় এখনও আমি তোমার মধ্যেই বাস করি ঠিক যেভাবে দশ মাস দশ দিন ছিলাম তোমার ভিতরে। তা না হলে কিভাবে তুমি পাশের ঘরে বসে আমাকে ঠিক ঠিক বুঝতে পারো বলতো মা??? মাঝে মাঝে খুব আক্ষেপ হয় ছেলে হয়ে জন্মেছি কখনও মা হতে পারবো না বলে। আবার পরক্ষণেই মনে হয় ঠিকই তো আছে কারণ সে যোগ্যতা তো আমার নেই।
মা, তোমার ছেলেকে খোদা অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু একটা ক্ষমতা দেয়নি। তা হল তোমাকে ছাড়া একটা দিন পৃথিবীতে বেঁচে থাকা। তাই নিজের অজান্তেই খোদাকে বারবার বলি যেন খোদা সে কঠিন বাস্তবতার মুখোমুখি আমাকে কখনওই না করেন। আর আমি জানি খোদা কখনওই তা করবেন না। তবে এতে হয়তো তোমাকে একটু কষ্ট পেতে হবে। কিন্তু কি আর করা বলো মা, তোমার তো আর একটা সন্তান না কিন্তু আমার তো একটাই মা।
মা, সবাই কি ভাববে জানি না শুধু জানি একদিনের মা দিবসে আমি বিশ্বাসী নই। আজ এই বোকা মানুষদের করা বিশ্ব মা দিবসে আমি আমার জীবনের প্রতিটি দিন কে মা তোমার জন্য বিশ্ব মা দিবস হিসেবে উৎসর্গ করলাম।
তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি মা...........
-তোমার হাড় জ্বালাতনকারী দুষ্টু ছেলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




