যেখানে কোনো বিষয়বস্তু নাই সেখানে শিরোনাম কী হতে পারে মাথায় আসলো না, তাই শিরোনাম লিখলাম শিরোনামহীন।
কিছুদিন আগে জনাব মোস্তাফা জব্বার আমাদের প্রযুক্তি ডট কম কে হুমকি দিলে যখন তা নিয়ে বেশ সমালোচনার ঝড় শুরু হয় বিভিন্ন সাইট/ব্লগ এ তখন সেগুলো পড়তে পড়তে এক লিন্ক থেকে আর এক লিন্ক হয়ে somewherein এ আমার প্রথম অনুপ্রবেশ। পোস্টটা পড়লাম, কমেন্ট গুলোও পড়লাম, মনে হলো এই মহাযজ্ঞে আমারও অংশগ্রহন করা উচিৎ, তখন রেজিস্ট্রেশন করে ফেললাম। দিলাম কমেন্ট।
সবই ঠিক আছে। সবকিছু ভালমত চলছে, মাঝে মাঝে এখানে আসি, পোস্ট পড়ি, ঘুরাঘুরি করি তারপর একসময় বের হয়ে যাই।
কোন পোস্ট করতে পারি না, কারন লেখার মত কিছু মাথায় আসে না।
এভাবেই চলছে। একদিন নীলকন্ঠের একটা পোস্ট পড়তে পড়তে চিন্তা করছিলাম কমেন্ট করতে হবে, লেখাটা ভালো হয়েছে, সেই মোতাবেক সবগুলো কমেন্ট পড়া শেষ করে যখন নিচে গেলাম তখন আক্কেল গুরুম হয়ে গেল.. 'আপনি এখানে কমেন্ট করতে পারবেন না.... প্রথম পাতায় একসেস পেতে হবে..ইত্যাদি, ইত্যাদি'। ভ্যাজালটা লাগলো তখনই। এখন কী লিখি- চিন্তা করে পাই না, কিছুই এই গোবর ভরা মাথায় খেলে না, অফিসে কাজের চাপ কম থাকলে বসে বসে ঝিমাই আর মাথার মধ্যে ঘুরতে থাকে একই রেকর্ড- কী লিখা যায়, কী লিখা যায়...। যাই হোক শেষ পর্যন্ত একটা ধার করা আইডিয়ার উপর বেইজ করে বেশ কয়েকটি বিনিদ্র রজনীর ফলশ্রুতি এই লেখা !
somewherein এ আমার প্রথম পোস্ট !!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




