১.
নির্দ্দিষ্ট হয়েছে যাহা বিধির বিধানে,
তাহাই ভুগিতে হবে আনন্দিত মনে।
তার বিপরীত যদি যত্ন কর যেতে,
প্রার্থনায় ফিরাতে চাহ, সাধ্য কি ফিরাতে।
সুখ দু:খ ভাল মন্দ, যা আসে যখন,
জানিয়া বিধির লিপি সুখে থাক মন।
২.
আপন ইচ্ছায় কিছু করিতে নারিবে,
প্রভুর ইচ্ছা হ’লে আপনি হইবে।
৩.
চেষ্টা যত্ন কিছু নয়, ইশ্বর প্রসাদে
সকলি হইয়া থাকে জীবনের পথে;
চলিতে চলিতে কেহ, পায় রত্ন ধন
নির্দিষ্ট যাহার জন্য রয়েছে যেমন।
৪.
ইহা কর উহা কর, আমিত্ব বিকার
আমিত্ব ছাড়িয়া দিলে যা ইচ্ছা তোমার।
৫.
তোমার নিমিত্ত যাহা আছে নির্ধারিত,
আপনা আপনি তাহা হবে উপনীত।
৬.
কর্মকেই ভাবে কর্তা বলে কেহ কেহ,
অবিশ্বাসে নাহি যায় মনের সন্দেহ।
বিশ্বাসী প্রত্যক্ষ নেত্রে দেখিতেছে তাই;
যন্ত্র যেন ঘুরে জীব ঘুরাইতেছে সাঁই।
----প্রজ্ঞা কথা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



