অ্যানথ্রাক্সের সংক্রমণ: সারা দেশে
রেড এলার্ট জারি
মিজান রহমান, ঢাকা
অ্যানথ্রাক্সের সংক্রমণের ফলে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে। মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য, গত কয়েক দিনে একের পর এক বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্সের ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পঞ্চগড়েও অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে। এ অব¯’ার পরিপ্রেক্ষিতে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে, সেখানেই যথাযথ ব্যব¯’া নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো রোগাক্রান্ত গর“ আসতে না পারে, সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। অ্যানথ্রাক্সের সংক্রমণ আরও বেড়ে গেলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।
বিদায় মাহে রমজান
আজ ২৬ রমজান। রসুল (স.) মহিমানি¦ত রজনী বা লাইলাতুল ক্বদর তালাশ করার জন্য সম্ভাব্য যে পাঁচটি বেজোড় রাতের উল্লেখ করেছেন তার মধ্যে আজকের দিবাগত সাতাশের রাতটি অন্যতম। আজ সকল মসজিদে মুসল্লিরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত-বন্দেগীতে নিয়োজিত হবেন। রোজা পালনকারী ঈমানদারগণ চোখের পানি ফেলে কায়মনোবাক্যে রাব্বুল আলামীনের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন ও তাঁর স্মরণে গভীর সেজদায় লুটিয়ে পড়বেন। সারারাত নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তওবাহ-তাহলীল, জিকির-আসগার ও দ্বীনি আলোচনায় মশগুল থাকবেন সকল মসজিদে। তাছাড়া যারা মসজিদে আসতে পারবেন না তারা বাড়িতে পার্থিব সকল ব্যস্ততা ঝেড়ে ফেলে পরওয়ারদেগারের কাছে পানাহ চাইবেন এবং আবদ্ধ থাকবেন প্রভুর ধ্যানে। নারীরাও আজ রাতে ইবাদতে শামিল হবেন। আমরা জানি রসুল (স.)-এর জামানায় নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ, জু’মআ ও ঈদের নামাজে হাজির হতেন। এমনকি রমজানের শেষ দশদিন মসজিদে তাঁবু ¯’াপন করে ই’তেকাফের মাধ্যমে লাইলাতুল ক্বদর তালাশও করতেন। রসুল (স.) বলেছেন, তোমাদের নারীরা যদি মসজিদে (নামাজ ও ইবাদত-বন্দেগীর জন্য) যেতে চায় তাহলে তোমরা নিষেধ করো না। তবে তাদের ঘরই উত্তম। কেননা ঘরই তাদের জন্য বেশী পর্দা রক্ষাকারী। এখানে তাদের একাগ্রতা ও নিবিষ্টতা আসবে বেশী। তাছাড়া আজকের রাতে আমাদের আহাল-পরিবার-পরিজন সকলেরই উচিত আল্লাহর ইবাদতে শামিল হওয়া। কেননা লাইলাতুল ক্বদর এমন একটি রজনী যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এবং প্রত্যেক ক্বদরপ্রাপ্ত ব্যক্তি সদ্যপ্রসূত শিশুর মত নিাপরূপে পরিগণিত হন। এ প্রসঙ্গে কুরআনে আল্লাহতায়ালা ‘‘ক্বদর” নামে একটি সুরা অবতীর্ণ করেছেন, যেখানে বলা হয়েছে ‘‘নিশ্চয় আমি এটি (আল কুরআন) নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে। তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? এই মহিমানি¦ত রজনীটি হাজার মাস হতেও উত্তম। এই রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিব্রাইল (আ.) তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে (জমীনে) অবতরণ করেন। আর (তারা) শান্তি, (বর্ষণ করতে থাকে) যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সুতরাং প্রতীয়মান হলো, ক্বদরের রাত এতটাই মর্যাদাপূর্ণ যে, এ রাতে আল কুরআন নাজিল হয়েছে।
যয়নাব বিনতে উম্মে সালমা (রা.) বলেন, রমজানের যখন দশদিন বাকি থাকতো তখন নবী (স.)-এর পরিবারের যে কেউ সালাতে দাঁড়াতে সক্ষম হলে তাকে তিনি সালাতে না দাঁড় করিয়ে ছাড়তেন না (তিরমিযী, ফতহুল বারী ৪র্থ খণ্ড-২৬৯ পৃঃ)। মহানবী (স.) রমজানের শেষ দশকে সারা বছরের তুলনায় অনেক বেশী ইবাদত করতেন এবং প্রায় রাতভর নিজে ইবাদতের মধ্যে কাটাতেন ও পরিবারবর্গকেও নামাজে দাঁড় করাতেন। বায়হাকীর বর্ণনা দ্বারা জানা যায় যে, দাঁড়িয়ে ও বসে জিকিররত মু’মিন বান্দাকে এ রাতে জিব্রাইল (আ.) সালাম দেন এবং ফেরেশতারা মু’মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আয়েশা (রা.) বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রসুল (সা.) আমি যদি জানতে পারি যে, কোন্ রাতটা ক্বদরের তাহলে ঐ রাতে আমি কী বলব? তিনি বললেন, এ দু’আ বলবেঃ আল্লা-হুম্মা ইন্নাকা আফূওউন তুহিব্বুল ‘আফওয়া ফাআফূ আন্নী। ‘হে আল্লাহ! তুমি ক্ষমাময়। তুমি ক্ষমা করা ভালোবাসো। অতএব, আমাকে ক্ষমা করো’ (আহমাদ, ইবনে মাজাহ, তিরমিযী, মিশকাত-১৮২ পৃঃ, কিয়ামুল লাইল-১০৮ পৃঃ, নাসায়ী, বাইহাকী)।
কা’ব (রা.) বলেন, লাইলাতুল ক্বদরে যে ব্যক্তি তিনবার লা-ইলা-হা ইল্লাল্লা-হ বলবে প্রথমবার বলার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয়বারের জন্য তিনি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এবং তৃতীয়বারের জন্য তাকে জান্নাতে প্রবেশ করাবেন (তাফসীর ইবনে কাসীর ৪র্থ খণ্ড-৫৩৬ পৃঃ, তাফসীরে কাবীর, ৮ম খণ্ড-৪৪৬ পৃঃ)।
সুতরাং আজকের রাতে উক্ত দু’আগুলো অধিকমাত্রায় পড়া উচিত। সাথে সাথে অন্য সকল ইবাদত-বন্দেগীতে সারারাত জাগরণের মাধ্যমে লাইলাতুল ক্বদরপ্রাপ্ত সৌভাগ্যবান বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য সাধ্যমত চেষ্টা করতে হবে। এই মর্যাদাপূর্ণ রজনীতে আল্লাহতা’য়ালা আমাদের জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে নিাপ হিসাবে পূত-পবিত্র জীবন দান কর“ন, আমীন।
শিশুশ্রম বন্ধে নির্দেশনা দিয়ে
হাইকোর্টের রায়
উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যব¯’া নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রংপুরের হারাগাছ এলাকায় যেসব বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মোঃ ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন¦য়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে রংপুরের হারাগাছায় বিড়ি কারখানায় অস্বা¯’্যকর পরিবেশে ১৫ হাজার শিশু বিড়ি তৈরির কাছ করছে- এমন খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশ নামের দুটি মানবাধিকার সংগঠন রিট করে। এতে শিশুদের আর্থিক সুবিধা, শ্রম আইন অনুসরণ ও স্বা¯’্যসেবা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ এপ্রিল হাইকোর্ট র“ল জারি করেন। গতকাল র“লের শুনানি শেষে আদালত কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন।
রায়ে আদালত বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে অবৈতনিক শিক্ষা দেওয়া বা বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা যথেষ্ট নয়। শিক্ষা গ্রহণের পরিবর্তে শিশুরা কাজ করলে যে অর্থ পেত তা দিতে হবে। রায়ে আদালত আরও বলেন, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে তা যথেষ্ট নয়। এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধন করা যেতে পারে বলে অভিমত দেন আদালত।
রিট আবেদনকারীদের কৌঁসুলি নাঈম আহমেদ বলেন, রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আদালত।
প্রধানমন্ত্রীকে খালেদা
জিয়ার ঈদ শুভে”ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভে”ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রীকে একটি ঈদ কার্ড পাঠিয়েছেন।
বিরোধীদলীয় নেতার সহকারি একান্ত সচিব মোঃ সুরাতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ঈদের শুভে”ছা সংবলিত কার্ডটি হস্তান্তর করেন। তিনি জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান ও প্রোটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দারের কাছে ঈদের শুভে”ছা কার্ডটি হস্তান্তর করেন। তারা কার্ডটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে জানান।
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর খালেদা জিয়াকে ঈদের শুভে”ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার দুজনকে চুক্তিভিত্তিক
নিয়োগ দিয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ (৯) ধারা মোতাবেক বাংলাদেশে টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) স্টাফ কলেজের সাবেক মহাপরিচালক এ টি এম মনির“ল আলমকে তিন বছর মেয়াদে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এ প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে মনির“ল আলম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
সং¯’াপন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সংশোধিত আইন ১৯৯৮-এর ২-এর বি ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমানকে ইউজিসির সার্বক্ষণিক সদস্যপদে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব রঞ্জিত কুমার সেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়ের আগেই তাকে অব্যাহতি দিতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের øাতকোত্তর
পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের øাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার কয়েকটি বিষয়ের ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, মার্কেটিং, ভূগোল, গার্হ¯’্য অর্থনীতি, আরবি, পালি, সংস্কৃত, মনোবিজ্ঞান, গ্রš’াগার ও তথ্যবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও প্রাণ রসায়ন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্যান্য বিষয়ের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হবে। প্রকাশিত ফল সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
নকল প্রসাধনী বাজারজাত করার
অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা
বিদেশি নামিদামি কোম্পানির নকল প্রসাধনী বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকায় মৌলভীবাজারের পাঁচ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মৌলভীবাজারে তাজমহল টাওয়ার নামক একটি প্রসাধনীর মার্কেটে অভিযান চালান। আদালত ওই মার্কেটের ফাতেমা ট্রেডিং, তাজুমা এন্টারপ্রাইজ, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আমিন ট্রেডিং ও সিয়াম করপোরেশনে ভারতীয় নকল ফেয়ার অ্যান্ড লাভলি, সেনসোডাইন টুথপেস্ট, ওলে ক্রিমসহ নানা প্রসাধনী দেখতে পান।
ব্যবসায়ীরা দাবি করেন, এসব পণ্য চীন থেকে আমদানি করা। তারা আমদানিকারকের কাছ থেকে কিনেছেন। তবে কার কাছ থেকে কেনা হয়েছে, সে সংক্রান্ত ক্রয়-রসিদ তারা দেখাতে ব্যর্থ হন।
নকল প্রসাধনী বিক্রির দায়ে আদালত তাজুমা এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডিং ও মেসার্স আমিন ট্রেডিংকে দুই লাখ টাকা করে এবং মেসার্স রনি এন্টারপ্রাইজ ও সিয়াম করপোরেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, এসব পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। নিুমানের এসব প্রসাধনী ব্যবহারে লোকজন ত্বকের নানা রোগে আক্রান্ত হতে পারে।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সাংবাদিকদের বলেন, নামিদামি কোম্পানির নকল প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর বির“দ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখান থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যমানের প্রসাধনী জব্দ করা হয়।
বিএসটিআই, র্যাব-২, চকবাজার থানা পুলিশ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র অন্যের কাছে
রাখার নিয়ম নেই: কামর“ল
আইন প্রতিমন্ত্রী কামর“ল ইসলাম বলেছেন, অস্ত্র আইনে লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই। কিন্তু সরকারদলীয় সাংসদ নুর“ন্নবী চৌধুরী শাওনের অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হ”েছ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড মামলাটি তদন্তাধীন। এ মামলা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তদন্তকারী সং¯’া রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
তিনি বলেন, এ ধরনের মামলা অন্য খাতে প্রবাহিত করার কোনো ই”ছা সরকারের নেই। মামলার বাদিরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, সরকার বিষয়টি গুর“ত্বের সঙ্গে নিয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিচার হবে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা তাদের কাছে সাংসদের মামলাটির বিষয়ে জানতে চাইলে তারা এই মন্তব্য করেন।
যুদ্ধাপরাধের বিচারে ষড়যন্ত্রকারীদের
বিষ দাঁত ভাঙতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। তিনি এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চিরতরে নির্মূল করতে সবার সহযোগিতা চান।
চাঁদপুরে নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুর“ হওয়ার পর আদালতের প্রধান কৌঁসুলি ও প্রধান বিচারপতিকে হুমকি দেওয়া হয়। এ জন্য আইনশৃ´খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক তারা এ ব্যাপারে সতর্ক অব¯’ানে রয়েছে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জনগণ পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই কিছু করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বেশি বন্দী রয়েছে। এ ছাড়া কারাগারে আবাসন, জনবলসহ নানা সমস্যা রয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিমধ্যে একশ ভাগ রেশন নিশ্চিত করা হয়েছে। তাদের ঝুঁকি ভাতা প্রদানেরও ব্যব¯’া নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানে কাজ করে যা”েছ।
আইন বানানো আদালতের
কাজ নয়: সৈয়দ আশরাফ
¯’ানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন। পৃথিবীর কোনো দেশই এ বিচারের বিরোধিতা করছে না; বরং সবাই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্ব”ছ হওয়ার আহ্বান জানিয়েছে। আর অচিরেই শুর“ হবে এই বিচারকাজ।
মন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উ”চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ করতে পারবেন।
শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অব¯ি’ত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব এ কথা বলেন।
যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে এসেছে এটা ঠিক নয়। এর অন্যতম কারণ হ”েছ, মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব। তারা নিজেরাই যখন অর্থনৈতিক মন্দার মধ্যে থাকে, তখন অন্যদের জন্য কী করতে পারে। সুতরাং এটা নিয়ে যারা কথা বলছে, তারা প্রকারান্তরে যুদ্ধাপরাধের বিচারকেই বাধাগ্রস্ত করতে চায়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আইন বানানো আদালতের কাজ নয়। এর একক ক্ষমতা হ”েছ সংসদের। সে জন্য সংবিধান বিষয়ে আদালত যেসব মতামত বা পর্যবেক্ষণ দিয়েছে সেটা চূড়ান্ত করবে সংসদ। এ জন্য সংসদে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। বিএনপি এখনো কারও নাম দেয়নি। তবে আশা করা হ”েছ বিএনপি তাদের প্রতিনিধি পাঠাবে।
সম্মেলনে শুর“তে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
বিষাক্ত মদপানে যুবদল নেতাসহ নিহত ২
ফেনীর সোনাগাজীতে বিষাক্ত মদপানে যুবদল নেতা মোবারক হোসেন (৩৫) এবং মাদক বিক্রেতা হিরণ মিয়া (৩৬) মারা গেছেন। এদিকে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল (৪০) গুর“তর অসু¯’ হয়ে ফেনীর একটি ¯’ানীয় ক্লিনিকে ভর্তি আছে।
পুলিশ, পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, তারা হাসপাতাল স্ট্যান্ড এলাকায় একটি ঘরে বসে কয়েক রকমের বিষাক্ত মদপান করে। কিছুক্ষণের মধ্যে তাদের দেহে বিষক্রিয়া শুর“ হয়। আÍীয়-স্বজনেরা তাদের সোনাগাজী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দ্র“ত ফেনী অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ভোররাতের দিকে মোবারক ও হিরণ মিয়া বাড়িতে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, মোবারক হোসেন সোনাগাজী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চরচান্দিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। গতকাল ভোরে তড়িঘড়ি করে মোবারকের লাশ পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন বলেন, বিষাক্ত মদপানে মোবারক ও হিরণের মৃত্যু ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
রাজনৈতিক বিবেচনায় আরও ১৭৮
মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য দণ্ডবিধির ৬৮০টি মামলার সুপারিশ উত্থাপন করা হয়। এর মধ্যে ১৭১টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। কমিটি ১৪৭টি মামলা নাকচ এবং ৩৬২টি মামলা আরও পর্যবেক্ষণের জন্য ফিরিয়ে দিয়েছে। বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩০টি মামলা প্রত্যাহারের সুপারিশসংক্রান্ত নথি উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। ২১টি মামলা প্রত্যাহারের সুপারিশ নাকচ এবং আরও দুটি পর্যবেক্ষণের জন্য ফেরত পাঠানো হয়।
১৭৮টি মামলার মধ্যে সরকারদলীয় সাংসদ ও হুইপ নূরে আলম এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মামলাও আছে।
আইন প্রতিমন্ত্রী কামর“ল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপ¯ি’ত ছিলেন।
সম্পত্তির বিবরণ দিলেন অর্থমন্ত্রী মুহিত
মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে জনসম্মুখে নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ে অনলাইনে আয়কর দাখিল উদ্বোধনকালে তিনি এ হিসাব উপ¯’াপন করেন।
অর্থমন্ত্রীর দেওয়া বিবরণ অনুসারে তিনি ¯’াবর ও অ¯’াবর সম্পত্তি মিলিয়ে মোট এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকা সম্পত্তির মালিক। তিন লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকা আয়ের বিপরীতে তিনি ২০১০-১১ অর্থবছরে ১৯ হাজার ১৩০ টাকা আয়কর দিয়েছেন তিনি।
আশুলিয়ায় একটি কারখানায়
আগুন ১০ লাখ টাকার ক্ষতি
আশুলিয়ার বগাবাড়ী এলাকার একটি কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানাটিতে একই সঙ্গে আশরাফ প্লাস্টিক, সাইনেস বাটন ও সিলভার প্যাকেজিং নামের তিনটি আলাদা ইউনিট ছিল। ¯’ানীয় জনগণ কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা¯’লে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিষ্ঠানটির পরিচালক মহসিন উদ্দিন খান জানান, কারখানার নিচ তলার দক্ষিণাংশের একটি জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। শক্রতাবশত কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে তিনি অভিযোগ করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে কারখানার আংশিক পুড়ে গেছে। এতে বোতাম তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্লাস্টিকের দানা, বোতাম পরিষ্কারের কেমিক্যাল, কার্টনসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আকতার“জ্জামান বলেন, আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যা”েছ না। কারখানা তিনটির ফায়ার লাইসেন্স আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন লাগার পরপরই ¯’ানীয় কয়েকশ’ অধিবাসী কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করে।
বগাবাড়ী এলাকার বাসিন্দা মোঃ লিয়াকত আলী বিশ্বাসসহ আরও অনেকে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরণের একটি কারখানা থাকায় যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। তারা অভিযোগ করে, বোতাম ও কার্টন তৈরির আড়ালে কারখানা কর্তৃপক্ষ সেখানে পলিথিনের ব্যাগ তৈরি করে গোপনে বাজারজাত করে।
তবে পরিচালক মহসিন উদ্দিন খান এ অভিযোগ অস্বীকার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ওই কারখানায় আগুন লাগা ও এলাকাবাসীর বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।
শকুন রক্ষায় ডাইক্লোফেনাক
নিষিদ্ধ করার উদ্যোগ
শকুন রক্ষায় গবাদিপশুর ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হ”েছ। গর“র ব্যথানাশক হিসেবে এ ওষুধ বাংলাদেশে জনপ্রিয়। এ ওষুধের কারণে মৃত কোনো গর“র মাংস যদি শকুন খায়, তাহলে ওই শকুন সঙ্গে সঙ্গেই মারা যায়। গত এক যুগে বাংলাদেশের অধিকাংশ শকুন এ ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছে। আর হাজার খানেক শকুন কোনো মতে বেঁচে আছে।
বাংলাদেশে বন বিভাগ ও বন্য প্রাণী ট্রাস্টের পর্যবেক্ষণে এমন তথ্য পাওয়া গেছে।
বন বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলেক্ষে আয়োজিত এক আলোচনায় সভায় এসব কথা জানানো হয়। বন বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট ও বাংলাদেশ বার্ডস ক্লাব যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় আরও জানানো হয়, প্রকৃতির ঝাড়ুদার হিসেবে ভূমিকা পালনকারী এই প্রাণীটিকে রক্ষায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ ছাড়া বন বিভাগের পক্ষ থেকে শুকুনের বসবাসের ¯’ান হিসেবে উঁচু বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভায় মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ার“ল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনির“ল আলম খান এবং পাখিবিশেষজ্ঞ ইনামুল হক।
দুর্নীতিগ্রস্তদের বির“দ্ধে ব্যব¯’া নেওয়ার দাবি
মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বির“দ্ধে ব্যব¯’া নেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের দুটি সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংঘ ও জাগ্রত মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি নামের এ দুটি সংগঠন এ দাবি জানায়।
সম্মেলনে সংগঠন দুটি জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদের ওপর করা এক নিরীক্ষা প্রতিবেদনে ৭৪ কোটি টাকা আÍসাতের প্রমাণ পাওয়া গিয়েছিল। কিন্তু দায়ীদের বির“দ্ধে কোনো ব্যব¯’া নেওয়া হয়নি।
এমনকি মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির বির“দ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যব¯’া নেওয়া হয়নি।
মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির বির“দ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বির“দ্ধে যদি ব্যব¯’া না নেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তারা অব¯’ান নিতে বাধ্য হবে বলেও সংগঠন দুটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
অভয়নগরে ব্যবসায়ী খুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে এক সার ব্যবসায়ীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম আবদুল করিম খান। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও পেশায় সার ব্যবসায়ী।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ আবদুল করিম খানের স্ত্রী øিগ্ধা বেগম ও একমাত্র ছেলে সাজিদ হোসেনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে স্ত্রী øিগ্ধা বেগমের সঙ্গে আবদুল করিমের পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রাত ১২টার দিকে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে প্রচণ্ড শব্দে তার বড় ভাই আবদুর রহিমের ঘুম ভেঙে গেলে তিনি ঘরের বাইরে এসে সিঁড়ির নিচে আবদুল করিমের লাশ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আবদুর রহিম অভিযোগ করেন, তার ভাইকে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) খবির আহমেদ মোল্যা বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্ত্রী ও ছেলে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মেহেরপুরে সন্ত্রাসীদের হাতে
বিএনপি নেতা খুন
মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে শনিবার গভীর রাতে প্রতিপক্ষের হাতে এক বিএনপির নেতা খুন হয়েছেন। একই সময় বোমা হামলায় আহত হয়েছে ছয়জন।
নিহত লোকমান হোসেন (৪২) গাংনী উপজেলার ¯’ানীয় বিএনপির নেতা। বোমায় আহত ছয়জন হলেন- সুজন শেখ, ইনতাজ আলী, রফিকুল ইসলাম, আজিজুল হক, জামাল উদ্দিন ও মোতালেব হোসেন। এঁদের মধ্যে ইনতাজ আলীর অব¯’া আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে লোকমান তার লোকজন নিয়ে ব্রজপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের শুকুর মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী লোকমানকে তুলে নিয়ে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে খুন করে। গ্রামবাসী ও লোকমানের সঙ্গীরা সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে নয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছয়জন আহত হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে লোকমান ও নিহত শুকুর মেম্বারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে শুকুর মেম্বারের লোকজন লোকমানের ২৫ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্র“ত ঘটনা¯’লে পৌঁছে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শুকুর মেম্বারের কর্মী আতিয়ার রহমানসহ চারজনকে আটক করেছে।
পাবনায় র্যাবের সঙ্গে কথিত
বন্দুকযুদ্ধে একজন নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গী গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুর রশীদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের পরিচালক লে. কমান্ডার এ এইচ এম মাহমুদ জানান, ওই ¯’ানে চরমপš’ীরা গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে র্যাব-১২-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপ¯ি’তি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনা¯’ল থেকে র্যাব আবদুর রশীদের লাশ উদ্ধার করে।
এ সময় সেখান থেকে একটি রিভলবার, একটি এলজি ও ১২টি গুলি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুর রশীদের বির“দ্ধে সাঁথিয়া থানায় তিনটি হত্যা মামলাসহ বেশ কটি মামলা রয়েছে।
হালনাগাদ হ”েছ জিডিপির ভিত্তি বছর
দেশজ মোট উৎপাদন বা গ্রস ডমেস্টিক প্রডাক্টের (জিডিপি) ভিত্তি বছর হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান কাউন্সিলের (এনএসসি) ১৫তম সভায়ও জিডিপির ভিত্তি বছর হালনাগাদের বিষয়ে সিদ্ধান্ত হয়। ভিত্তি বছর হালনাগাদ করতে ২৫টি খাতে জরিপ চালাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। উৎপাদনের বিভিন্ন খাতে পরিবর্তন ও উৎপাদনে নতুন অনেক খাত যুক্ত হওয়ায় জিডিপিতে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশের মানুয়ের মাথাপিছু আয়ও চাপা পড়ে গেছে। এর ফলে অর্থনীতির গতি প্রকৃতি বা প্রবৃদ্ধি সঠিকভাবে বোঝা যা”েছ না। আর এ জন্যই জিডিপির ভিত্তি বছর হালনাগাদ করা জর“রি হয়ে পড়েছে।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম জানান, জিডিপির ভিত্তি বছর হালনাগাদ করতে ২৫টি জরিপ চালাবে বিবিএস। এ জরিপগুলোতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা। এতে সময় লাগবে ২ বছর। জরিপ কাজ পরিচালনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে চিঠি পাঠাবে বিবিএস। কৃষি, বড় ও ছোট শিল্প প্রতিষ্ঠান, রপ্তানি আয়, ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠান, জাহাজ নির্মাণ শিল্প, পরিবহণ খাত, হাসপাতাল-ক্লিনিক, এনজিও, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ২৫টি খাতে এ জরিপ করা হবে। জরিপ থেকে প্রাপ্ত সূচক নতুনভাবে জিডিপিতে অন্তর্ভূক্ত করা হবে। এখনো পর্যন্ত ১৯৯৫-৯৬ সালকে ভিত্তি বছর ধরে জিডিপি নির্ধারণ করা হয়ে থাকে। প্রাথমিক ভাবে ১০ বছর পর পর জরিপ চালানো নিয়ম রয়েছে। নিয়মানুযায়ী, ২০০৫-০৬ সালে নতুন ভিত্তি বছর তৈরি হওয়ার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। ২০০৬ সালে ভিত্তি বছর তৈরি করতে অর্থনীতিবীদ ওহায়িদ উদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন হয়। কিন্তু ভিত্তি বছর তৈরি করা সম্ভব হয়নি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম জানান, বর্তমানে ১৯৯৫-৯৬ সালকে ভিত্তি বছর ধরে জিডিপি নির্ণয় করা হ”েছ। ফলে বর্তমানে প্রকৃত জিডিপি পাওয়া যায় না। দেশীয় উৎপাদনে যুক্ত হওয়া নতুন খাতগুলোকে জিডিপিতে অন্তর্ভূক্ত করতে হবে। ২০১০-১১ সালকে ভিত্তি বছর ধরে জরিপ চালাতে হবে। জরিপ কাজ ১ বছরের মধ্যে শেষ করার তাগিদ দেন তিনি।
বিবিএস সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে বিশ্বমন্দার কারণে অর্থনীতির গতিপ্রবাহ স্বাভাবিক ছিল না। অর্থনীতির স্বাভাবিক গতিপ্রবাহ না থাকলে উৎপাদনের প্রকৃত খাতগুলো উঠে আসেনা- এমন ধারণা থেকে জিডিপি ভিত্তি বছর প্রণয়নের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এনএসসি সভায় অনেকেই ২০১০-১১ সালকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন। এর জন্য এ ২৫টি জরিপ দ্র“ত শেষ করার পরামর্শ দেন এনএসসি অনেক সদস্য। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ জরিপগুলো এক থেকে দেড় বছরে শেষ করতে বিবিএসকে পরামর্শ দেন।
তিনি বলেন, আমাদের ভিত্তি বছর অনেক পুরনো হয়ে গেছে। তাই ভিত্তি বছর দ্র“ত পরিবর্তন করা দরকার। সাবেক সচিব ও এনএসসির সদস্য ওয়ালিউল ইসলাম বলেন, ২০১০-১১ সাল ভিত্তি বছর বিবেচনা করতে হলে জরিপের কাজ ২০১২ সালের মধ্যে শেষ করতে হবে। প্রয়োজনে এর জন্য ব্যয় ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি করার পরামর্শ দেন তিনি। ১৫তম এনএসসির সভায় উপ¯ি’ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান জানান, জরিপের কাজ সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে। কোনো দাতার কাছ থেকে জরিপ চালানোর জ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





