সংসদে যেতে বিএনপির ৬ দফা
সংসদে ফিরতে আগের ৬ দফা দাবির সঙ্গে নতুন আরো দুটি সম্পৃক্ত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবন¯’ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফার“ক নতুন এ দুই দাবি তুলে ধরেন। নতুন এ দুই দাবির মধ্যে রয়েছে যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলের নেতাদের হয়রানি বন্ধ ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার। একইসঙ্গে সংসদের আসন সমস্যার সমাধান, টিপাইমুখ বাঁধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান বিভিন্ন ইস্যুতে সংসদে কথা বলার সুযোগ প্রদান, ভারতের সাথে সম্পাদিত চুক্তি প্রকাশ, ১/১১ পরবর্তী ও বর্তমান সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীদের বির“দ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, মির্জা আব্বাসসহ বিএনপির কারাবন্দি সকল নেতা-কর্মীর মুক্তিসহ ৬ দফা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ।
সংসদে যোগ দেয়া নিয়ে দলে বিভেদের গুঞ্জন নাকচ করে দিয়ে জয়নুল আবদিন বলেন, জনজীবনের বিভিন্ন গুর“ত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে বিএনপি সংসদে যেতে আগ্রহী। এসব দাবি মেনে নেয়া হলে আগামী সোমবার থেকে শুর“ হওয়া শরৎকালীন অধিবেশনে বিএনপি যোগ দেবে বলে জানান তিনি।
ফারুক বলেন, নবম সংসদের প্রথম থেকেই এই দাবিগুলোর কথা বলা হ”েছ। মাত্র ৩ দিনের মধ্যে এতগুলো দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবিগুলো পূরণ করাই মূল কথা নয়। এখানে সরকার আন্তরিক থেকে এসব দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিবেশ সৃষ্টি করতে পারলেও বিএনপি সংসদে যাবে। অপর এক প্রশ্নের জবাবে তাদের দাবিগুলোকে সংসদীয় দাবি আখ্যা দিয়ে তিনি আরো বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার কখনোই এই দাবিগুলো নিয়ে আলোচনার উদ্যোগ নেননি। বিরোধী দলের সংসদ সদস্যরা এ পর্যন্ত ১ হাজার ২২টি মুলতবি প্রস্তাব দিয়েছে। যার একটিও গৃহীত হয়নি। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও করেন জয়নুল আবদিন ফার“ক। এসময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন বিরোধী দলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আশিফা আশরাফী পাপিয়া ও রাশেদা বেগম হীরা।
জয়নুল আবদীন ফরুকের এই প্রেস ব্রিফিং-এর একদিন আগে গতকাল বৃহস্পতিবার দলের ¯’ায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী তার ধানমন্ডির বাসভবনে সংবাদ সম্মেন ডেকে বিএনপি’র সংসদে যোগ না দেয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেছিলেন, সংসদে যোগ না দেয়ার বিষয়টি নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। সুরতাং সংসদে বিএনপি’র যোগ না দেয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে গঠিত চলতি নবম জাতীয় সংসদে এ পর্যন্ত ৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই ৫টি অধিবেশনের ১৫৮ কার্যদিবসের বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যরা গড়ে মাত্র ৪৬ দিন উপ¯ি’ত ছিলেন। আর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র ৫ দিন।
সর্বশেষ সংসদের ৫ম অধিবেশনটি গত ২ জুন থেকে শুর“ হয়ে ২২ জুলাই শেষ হয়। ৩৩ কার্যদিবসের এ অধিবেশনটি ছিল চলতি সংসদের ও ক্ষমতাসীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন। এ অধিবেশনের প্রথমদিন অর্থাৎ কেবল ২ জুন সংসদে যোগ দেয় বিএনপিসহ চারদল। এ অধিবেশনের বাকি ৩২ দিনই অনুপ¯ি’ত থাকে বিরোধীদল।
এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি থেকে শুর“ হয়ে ৫ এপ্রিল শেষ হওয়া অধিবেশনটি ছিল চতুর্থ অধিবেশন। এটি ইংরেজি নতুন বছর ২০১০ সালের প্রথম এবং শীতকালীন অধিবেশন ছিল। ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে মাত্র ২২ দিন উপ¯ি’ত ছিল বিরোধীদল। তার আগে টানা ৬৩ কার্যদিবস অনুপ¯ি’তির পর ১১ ফেব্রুয়ারি সংসদে ফিরে বিরোধী দল। সেদিন ছিল চতুর্থ অধিবেশনের ১৭তম কার্যদিবস। অধিবেশনটির ১৭ থেকে ৩৮তম কার্যদিবস পর্যন্ত ২২ দিন বিরোধীদল সংসদে ছিল। তবে এ অধিবেশনটির সমাপনী দিনেও অর্থাৎ ৫ এপ্রিলও সংসদে যাননি তারা। গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২২ কার্যদিবসের তৃতীয় অধিবেশন ও একই বছরের ৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সম্পূর্ণ অনুপ¯ি’ত ছিলেন তারা। তারও আগে চলতি সংসদের প্রথম অধিবেশন শুর“ হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। ৩৯ কার্যদিবসের এ অধিবেশনটি চলে ওই বছরের ৭ এপ্রিল পর্যন্ত। এ অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিন বিরোধীদল উপ¯ি’ত থাকলেও তৃতীয় কার্যদিবস থেকে টানা ১৭ কার্যদিবস সংসদ বর্জন করে। আসন পুনর্বণ্টনের দাবিতে তারা সংসদ বর্জন করলেও শেষ পর্যন্ত পুনর্বিন্যাস ছাড়াই ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি সংসদে ফিরে বিরোধীদল। সেটি ছিল ওই অধিবেশনের ১৯তম কার্যদিবস।
আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ে মতবিনিময় আইজিপি
সাধারণ হিসাবে সকলের সাথে থেকে সেবা এবং দায়িত্ব
পালন করতে চাই
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা এবারের ঈদের সময় প্রশাসন যেভাবে কাজ করে আইন শৃংখলা ঠিক রেখেছিল সামনে দিন গুলোতে এ ধারা অব্যাহত রাখতে আহবান জানালেন। আইজিপি বললেন, আমরা অসাধারণ হতে চাইনা। সাধারণ হিসাবে আপনাদের সাথে থেকে সেবা এবং দায়িত্ব পালন করতে চাই। আর আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে সবার সমম্বিত প্রয়াস জর“রি।
শুক্রবার সকালে বিরাজমান আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সদস্যদের মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপ¯ি’ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম শহিদুল হক, এফবিসিসিআইয়ের পরিচালক নাজিমুল ইসলাম দিপু ও নুর“ল হক, বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইজিপি বলেন, অন্য সকলের মত পুলিশ বাহিনীতে কর্মরত সদস্যরাও ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। আইন-প্রয়োগকারী এ সং¯’ার দু'একজনের ভুল কিংবা বিচ্যুতির জন্যে ঢালাওভাবে প্রশাসনকে দায়ী করা যৌক্তিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণের এ প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যখন অমিল দেখা দেয় তখন স্বভাবতই দু'পক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এ দূরত্ব ঘুচাতে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ¯’াপন করা উচিত। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশের ভিন্ন ভিন্ন কাঠামো থাকা দরকার।
ডিএমপি কমিশনার একেএম শহিদুল হক বলেন, জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক হলে অপরাধ অনেকাংশে কমে যাবে। অপরাধ এমন একটি বিষয় যা পৃথিবী সৃষ্টি থেকে শুর“ হয়েছিল। তিনি আদম (আঃ)পুত্র হাবিল, কাবিলের ঘটনা উল্লেখ করেন। যা ই”েছ করলেই নির্মূল করা সম্ভব নয়। তিনি পুলিশের উপর সাধারণ জনগণকে আ¯’া রাখার আহ্বান জানান।
শুক্রবার বিরাজমান আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে ২৯জন ব্যবসায়ী নেতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদের বেশীর ভাগ নেতা বক্তবে বর্তমান আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক উল্লেখ করে আইজিপি এবং কমিশনারের প্রশংসা করেন।
ওয়ারীতে কাজের মেয়ের
রহস্যজনক মৃত্যু
রাজধানীর ওয়ারী এলাকায় শুক্রবার সকালে ৪তলা থেকে পড়ে রাশিদা বেগম (২৫) নামের এক গৃহপরিচারিকা নিহত হয়েছে। সূত্রাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, বংশাল থানার ২০ নম্বর লারমেনী স্ট্রীটের আফজাল হোসেনের বাড়িতে রাশেদা বেগম গত ৩/৪ মাস ধরে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো। শুক্রবার ভোর সাড়ে ৪টায় বাড়ির চতুর্থ তলায় জানালার কার্নিস থেকে পড়ে গুর“তর আহত হয়। পরে বাড়ির দারোয়ান তাকে আশংকাজনক অব¯’ায় উদ্ধারের পর ¯’ানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার রাশেদাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ব্যাপারে সূত্রাপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা¯’ল বাড়ির চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে বলে বাড়ির লোকজন জানিয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হ”েছ। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ
অনুশীলন ‘এক্স কোপ সাউথ-২০১০’ শুর“
আট দিনব্যাপী বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘এক্স কোপ সাউথ-২০১০’ শীর্ষক এক যৌথ অনুশীলন শুক্রবার ঢাকায় এবং সিলেটের সালুটিকার এলাকায় শুর“ হয়েছে।
এই অনুশীলনের মূল উদ্দেশ্য হ”েছ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, দুটি দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সমন্বয়ে আকাশ থেকে বিদ্যমান সরবরাহের ব্যব¯’া উন্নয়ন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাথে বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকদের দিনে ও রাতে নাইট ভিশন গগলস-এর মাধ্যমে নীচ দিয়ে উড্ডয়ন প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই জাতীয় কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় করা, বাংলাদেশের সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুৃত্ব গড়ে তোলা, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের রক্ষণাবেক্ষণ সক্ষমতা উন্নত করা এবং সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ সামর্থ্যকে বৃদ্ধি করা।
শুক্রবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ৩৬ এয়ার লিফট স্কোয়াড্রন এবং প্যাসিফিক এয়ার ফোর্সের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করছে।
অনুশীলননের মধ্যে থাকবে প্যারা ড্রপ ও প্যারা জাম্প, নাইট ভিশন গগলস-এর মাধ্যমে নীচু দিয়ে উড্ডয়ন ও অবতরণ, বিমানের সাহায্যে উদ্ধার তৎপরতা, প্যারা রেসকিউ, সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ এবং ককপিট রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক আলোচনা।
এই অনুশীলন একটি কাল্পনিক দুর্যোগ মোকাবেলা ভিত্তিক, যেখানে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলো দুর্যোগ পরবর্তী ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করবে। ‘এক্স কোপ সাউথ-২০১০’ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে।
সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল
অফিসার সিরাজউদ্দিন আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজউদ্দিন আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী শুক্রবার এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে, মরহুম সিরাজউদ্দিন মহাকবি কায়কোবাদের দৌহিত্র। মরহুমের কুলখানী আগামী সোমবার (২০ সেপ্টে¤¦র ২০১০) বাদ আসর মরহুমের (গোপীবাগ, ৮৯/৩-এফ আর কে মিশন রোড, ঢাকা) বাসগৃহে অনুষ্ঠিত হবে।
আবদুল মান্নান সৈয়দ জীবনানন্দ ও নজর“ল
গবেষণায় প্রভূত অবদান রেখেছেন
কবি, কথা সাহিত্যিক, সমালোচক, শিক্ষাবিদ এবং গবেষক আবদুল মান্নান সৈয়দকে বাংলা সাহিত্যের একজন পথিকৃৎ লেখক হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেছেন, তিনি জীবনানন্দ ও নজর“ল গবেষণায় প্রভূত অবদান রেখেছেন।
প্রয়াত কবি আবদুর মান্নান সৈয়দ স্মরণে এক আলোচনায় সভায় বক্তারা শুক্রবার এ কথা বলেন।
নারায়ণগঞ্জ কবিতা পরিষদ আয়োজিত সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি মুজিবুল হক কবির।
কবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাসস-এর ডেপুটি চীফ রিপোর্টার কবি হালিম আজাদ, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, কবি আবদুল আজিজ, আরিফ বুলবুল, অভিজিৎ রায়, সেলিম ভূইয়া, দ্বিজেন্দ্র মিত্র, আসাদ ইকবার মাহমুদ প্রমুখ।
বক্তারা প্রয়াত কবির কবিতা, প্রবন্ধ, উপন্যাস নিয়ে আলোচনা করেন।
তারা আবদুল মান্নান সৈয়দের অপ্রকাশিত রচনা লেখা ও রচনা সমগ্র প্রকাশের জন্য বাংলা একাডেমী ও নজর“ল ইনস্টিটিউটের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ বরযাত্রীর নিহত
জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালুকা উপজেলার নিশিন্দা এলাকায় শুক্রবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় এক বরযাত্রাী দলের ৩ সদস্য নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, ভালুকার ধালিয়া গ্রামের হোসেন আলীর পুত্র ইব্রাহিম (১২), হযরত আলীর পুত্র রেয়াজউদ্দিন (৪০) এবং হাসমতের পুত্র মোবারক হোসেন (৪২)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ধালিয়া থেকে একটি বরযাত্রীবাহী বাস ধামসুর এলাকায় যাওয়ার পথে নিশিন্দা এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বেলা সাড়ে ১২টায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইব্রাহিম ও রেয়াজউদ্দিন ঘটনা¯’লেই মারা যায়। আহতদের মধ্যে ১৮ জনের অব¯’া আশংকাজনক। ১৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসিএইচ) ভর্তি করা হয়। মোবারক চিকিৎসাধীন অব¯’ায় মারা যায়। অপর আহতদের ¯’ানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ বাস দু’টি আটক করেছে। তবে চালকরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ভালুকা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের
বিরোধী দলকে সংসদের আসন্ন অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বিরোধী দল সংসদে ফিরে এলে তিনি নিরপেক্ষ ভূমিকা পালনেরও আশ্বাস দিয়েছেন।
শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দারিদ্র-বিরোধী জনসমাবেশে সভাপতির বক্তব্যে স্পিকার এই আহবান জানান।
জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এবং দারিদ্র বিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।
স্পিকার বলেন, "সংসদীয় গণতন্ত্র কার্যকর ও শক্তিশালী করা গেলে জাতীয় উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অর্জন সম্ভব হবে। এক্ষেত্রে সংসদে সরকারি ও বিরোধী দলের দৃঢ় ঐকমত্য ছাড়া আমরা যে শুধু পিছিয়ে যাবো তা নয়, বিশাল দরিদ্র জনগোষ্ঠীর এই দেশ নানাভাবে বিপন্ন হবে।
"স্বাধীনতার পর থেকে দেশে দারিদ্র্য বিমোচনে অনেক কাজ হলেও দারিদ্র্য ঘোচেনি। কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথভাবে লালনে ব্যর্থ হয়েছি। পাশাপাশি জাতীয় অগ্রাধিকারগুলোতে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে এগুতে পারিনি।"
সরকার ও বিরোধী দলের নেতাদের অংশগ্রহণে দারিদ্র বিরোধী এ সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে আশা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, দেশবাসী নিঃসন্দেহে এমন মুহূর্তের অপেক্ষায় থাকে। এদেশের প্রায় সব বড় অর্জন ও সাফল্য প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা বৃহৎ রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে।
স্পিকার আরো বলেন, গণতন্ত্র কেবল কিছু ভালো আইনকানুন আর প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিকশিত হতে পারে না। পরমত সহিষ্ণুতা, পারস্পরিক সহযোগিতা,সংলাপ-বির্তক এসবের মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। চূড়ান্ত বিচারে তাই গণতন্ত্র আইন নয়, বরং মূল্যবোধ নির্ভর।
আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের অগ্রগতি পর্যালোচনায় জাতিসংঘ বিশেষ সম্মেলন আহ্বান করেছে।
২০০৯ সালে দারিদ্র্যের বির“দ্ধে সংগ্রাম এবং এমডিজি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সাড়ে ছয় কোটি মানুষের প্রচেষ্টা এ সম্মেলনে বিশ্বের অন্য দেশকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে বলে স্পিকার মনে করেন।
বক্তব্য শেষে তিনি সমাবেশে উপ¯ি’ত সবাইকে 'জাতীয় ঐক্য র“খবে দারিদ্র্য' এই শপথবাক্য পাঠ করান।
জনসমাবেশে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দারিদ্র্য ও জঙ্গীবাদ থেকে বের হতে হলে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করতে হবে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশে নারীর ক্ষমতায়ন বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, বিশ্বের অন্য দেশের মতো দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত আটটি লক্ষ্য পূরণে কাজ করছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ চার-পাঁচটি লক্ষ্য পূরণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশে প্রতিবছর এক শতাংশ কৃষি জমি হারিয়ে যা”েছ উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা থেকে বের হতে না পারলে দারিদ্র্য কমবে না।
এপিপিজি'র শিক্ষা সম্পর্কিত কমিটির চেয়ারপারসন এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফার“ক দাবি করেন, দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী স্পিকারের নেওয়া কর্মসূচির সঙ্গে বিরোধী দল একমত পোষণ করে কাজ করে যা”েছ।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংসদ কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশ থেকে দারিদ্র্যও দূর হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন- ¯’ানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার।
এছাড়া উপ¯ি’ত ছিলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সানজিদা খানম, মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
সমাবেশ শেষে শিল্পী ফরিদা পারভীন, কুদ্দুস বয়াতী এবং মমতাজ বেগম সঙ্গীত পরিবেশন করেন।
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। পঞ্চম অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপ¯’াপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। বাজেট অধিবেশন শেষ হয়েছে ২২ জুলাই।
তিন সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হ”েছ। বাংলাদেশের সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপিত্ততে শুক্রবার একথা বলা হয়।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর ¯’ানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অব¯’ানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারতে এবার ১ লাখ ৭০ হাজার লোক হজে যা”েছ
ভারত থেকে এবার ১ লাখ ৭০ হাজার লোক সৌদি আরবে হজ করতে যা”েছ। এয়ার ইন্ডিয়া ভুপাল ও গোয়াসহ ভারতের ২১টি নগরীর হজ কার্যক্রম সমন্বয় করবে।
চলতি বছর সউদি এরাবিয়া এয়ারলাইন্স অধিকাংশ হজ যাত্রী বহন করবে। এছাড়া ন্যাশনাল প্রাইভেট এয়ার সার্ভিসেস কোম্পানি লিমিটেড ও আল ওয়াফের এয়ারও হজ যাত্রী বহন করবে।
সরকারি মুখপাত্র জানান, গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের হজ কার্যক্রম পরিচালনার বিষয় অনুমোদন করা হয়।
উল্লেখ্য, নির্দিষ্ট একটি বছরে কতোজন হজ পালন করতে পারবেন সে বিষয় নির্ধারণ করে সউদি আরব সরকার।
হজ কমিটির মাধ্যমে এবার যারা হজ করতে যাবেন তাদের মাথা প্রতি ১৬ হাজার ভারতীয় র“পি ও বিমান বন্দর ফি বিমান ভাড়া হিসেবে পরিশোধ করতে হবে। এর অতিরিক্ত ব্যয় ভারত সরকার বহন করবে। একজন মুখপাত্র এ তথ্য জানান।
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত মাদক
ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন
জেলার ভ্রাম্যমান আদালত গতকাল রাতে বিল্লাল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম সরোয়ার কামাল তাৎক্ষনিক ভাবে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বিল্লাল শেখ শহরতলীর চর মানিকদহ গ্রামের শাহ আলম শেখের ছেলে। পুলিশ রাতেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, মাদক বিক্রির সময় বিল্লালকে ভ্রাম্যমান আদালত শহরতলীর চরমানিকদহের কাজীর বাজার থেকে ২ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে। মাদক বিক্রির অভিযোগে আদালত তাৎক্ষনিক ভাবে এ সাজা প্রদান করেন।
যশোরে দেশের প্রথম ‘জেলা ই-সেবা কেন্দ্র’ চালু
যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ‘জেলা ই-সেবা কেন্দ্র’ চালু হয়েছে। দেশে এ ধরণের সেবাকেন্দ্র এটাই প্রথম। এ উপলক্ষে সকালে ¯’ানীয় জেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলা প্রশাসনের সকল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে এই কেন্দ্র ¯’াপন করা হয়েছে।
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে এমনকি অনলাইনে প্রেরণ করেও জেলা প্রশাসনের সকল সেবা গ্রহণ করা যাবে। জেলা ই-সেবা কেন্দ্র এই তথ্য ও সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।
অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব এমপি। অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মোস্তফা ফার“ক মোহাম্মদ এমপি, খান টিপু সুলতান এমপি ও খালেদুর রহমান টিটো এমপি। বক্তব্য রাখেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজর“ল ইসলাম খান, খুলনা বিভাগগের কমিশনার মশিউর রহমান, ইউএনডিপি’র অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এম মোর্শেদ, পুলিশ সুপার দিদার আহমেদ, প্রেসক্লাব সভাপতি একরাম-উদ-দ্দৌলা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক নূর“ল আমিন। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাঠ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এই কার্যক্রমের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ শেখ আব্দুল ওহাব বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সালের মধ্যে এই দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করা। সেই ভিশনকে সামনে রেখে বর্তমান সরকার এগিয়ে চলেছে। এখন রিকশা চালকও মোবাইল ফোন ব্যবহার করছে। সেদিন আর বেশি দূরে নয়, যখন অত্যাধুনিক সব প্রযুক্তি আমাদের হাতের নাগালের মধ্যেই থাকবে।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক নজর“ল ইসলাম খান বলেন, দেশের সব সেক্টরেই আধুনিকায়ন সম্ভব হলে সব কাজ দ্র“ত গতিতে সম্পন্ন হবে। এটিকে মাথায় রেখেই এই ই-সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যাতে মানুষ হয়রানি ছাড়াই দ্র“ত তার সেবা পেতে পারে। যশোরে এই কার্যক্রম শুর“ হলেও দ্র“তই তা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। যশোরে এই সেবা গ্রহণ, সমস্যা ও অগ্রগতি জানতে জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইট (িি.িফপলবংংড়ৎব.মড়া.নফ) অথবা ০৪২১-৬৫০৪৪ বা ০১৭৫৩-১৭১৭৯৭ নাম্বারে যোগাযোগ করতে হবে।
জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা বেলায়েত হোসেনের ইন্তেকাল
জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও খুলনা জেলার আহ্বায়ক বেলায়েত হোসেনের মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি পিতা, মাতা, স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে খুলনার বায়তুল নূর জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং পরে স্টেশন রোডে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বসুপাড়া গোর¯’ানে তাকে দাফন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূর“ল আম্বিয়া শুক্রবার এক শোক বার্তায় বেলায়েত হোসেন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের র“হের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন দিপু অপর এক শোক বার্তায় বেলায়েত হোসেন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের র“হের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত, আহত ৬
বরিশালের গৌরনদী এলাকার শুক্রবার এক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল সহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের চর নামক ¯’ানে দুপুর দেড়টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতের নাম সিদ্দিকুর রহমান (৩৫)। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।
আহতরা হলোÑ রওশনআরা (৫০), মামুন (২৮), আছলাম (১২), ফয়সাল (৩০), তাইরিন (১৯) ও জাকিয়া (২৫)। তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, ভান্ডারিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্তণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে গিয়ে ঘটনা¯’লে সিদ্দিকুর রহমান প্রাণ হারান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রবীণ আইনজীবী মনজুর হোসেন খানের স্ত্রীর ইন্তেকাল
রংপুরের প্রবীণ আইনজীবী মনজুর হোসেন খান চৌধুরীর (রাজা মিয়া) স্ত্রী বিশিষ্ট সমাজ সেবিকা তৌহিদা মনজুর খান চৌধুরী মিনু গত ১৫ সেপ্টেম্বর রাতে উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা, ২ পুত্র, আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রংপুর বাকালী হাউসের মরহুম তোজাম্মেল হোসেন প্রধানের দ্বিতীয় কন্যা।
মরহুমার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার জোহর নামাজের পর উত্তরার ৪ নম্বর সেক্টরের আজমপুর জামে মসজিদে (উত্তরা থানার কাছে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর কবর¯’ানে তাকে দাফন করা হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর রোববার বাদ আছর উত্তরার ৪ নম্বর সেক্টরের ২৮ শাহজালাল¯’ এভিনিউর তার নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমার সকল আত্মীয়-স্বজন ও প্রিয়-পরিজনদের জানাজা ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রংপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত আহত ৩
জেলায় শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীসহ তিনজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছে। এছাড়া আত্মহত্যা করেছে একজন।
পুলিশ ও ¯’ানীয়রা জানায়, বদরগঞ্জ-লালদিঘী সড়কে গতকাল সকাল সাড়ে ৮টায় কালিহাট কদমতলী এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের কর্মী শফিউর রহমান (৩২) ঘটনা¯’লে মারা যায়।
জেলার মিঠাপুকুর উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-রংপুর মহাসড়কে বলদিপুকুর এলাকায় উপজেলার অভিরাম গ্রামের মৃত হাশেম আলীর পুত্র নূর ইসলাম (৭০)কে একটি দ্র“তগামী যাত্রিবাহী বাস জোরে ধাক্কা দিলে ঘটনা¯’লে তিনি মারা যান।
তারাগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের অনৎ কুমারের স্ত্রী খিরবালা (৭৩) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গতরাতে আরএমসিএইচ-এ চিকিৎসাধীন অব¯’ায় মারা যায়।
এ ছাড়া সদর উপজেলার মমিনপুর গ্রামের সাবু তাহেরের পুত্র মোশাররফ হোসেন (৪৫) গতকাল নিজ বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা পরি¯ি’তির
উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ
জেলার আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ন্ত্রনে জেলা প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে।
এসব পদক্ষেপ-এর মধ্যে রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী অভিযান পরিচালনা, অবৈধ ¯’াপনা ও রাস্তার ওপরের বাজার উ”েছদ ও যানজট নিয়ন্ত্রনে বিশেষ অভিযান।
এছাড়া বাজারে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও অবৈধ পণ্য বিক্রয় বন্ধে জেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং ও কঠোর আইনি ব্যব¯’াসহ পদক্ষেপ ব্যব¯’া গ্রহন করেছে।
গতকাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিস্তারিত আলাপ-আলোচনা শেষে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় জেলার বিদ্যুৎ পরি¯ি’তি উন্নয়নে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখাসহ জেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খলিলুর রহমান, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ হাবিবুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভারপ্রাপ্ত থানা কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপ¯ি’ত ছিলেন।
দিনাজপুরে বৃদ্ধের
অস্বাভাবিক মৃত্যু
দিনাজপুরের পল্লীতে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রক্তাক্ত জখম থাকায় হত্যা না আত্মহত্যা এ নিয়ে গুঞ্জন চলছে। পুলিশ জানায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মো: নুর ইসলাম ওরফে ইসলাম (৬০) বৃহস্পতিবার গভীর রাত্রে একই ইউনিয়নের কোমরপুর গ্রামের গোবিন্দ অধিকারীর বাঁশবাগানে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী শুক্রবার সকালে ঝুলন্ত অব¯’ায় লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
তদন্তকারী পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, মৃতের দুই হাটু রক্তাক্ত ও জখমের চিহ্ন পাওয়া গেছে। যে গাছে ফাঁস লাগানো ছিল তার উ”চতা এতই কম যে, আত্মহত্যাকারীকে বসা অব¯’ায় উদ্ধার করা হয়। ময়না তদন্তে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সে মানসিক সমস্যার কারণে প্রায় বাড়িতে থাকে না। এ ব্যাপারে মৃতের পুত্র মো: সাইফুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং-১৫ তারিখ-১৭-০৯-১০।
পার্বতীপুরে তু”ছ ঘটনাকে
কেন্দ্র করে সংর্ঘষ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পলীর চকবলিয়া গ্রামে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে এক সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষের মধ্যে ৭ জন আহত হয়েছে। শুক্রবার বকুলের ভাই আজিজুল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবলিয়া গ্রামে বকুলের শিশুকন্যা পেয়ারার জন্য কান্নাকাটি করলে বকুল বাড়ির পার্শ্ববর্তী জেয়াদুলের পেয়ারা গাছ থেকে ২টি পেয়ারা পেড়ে শিশুকন্যার হাতে দেয়। এসময় জেয়াদুল পেয়ারা পাড়া নিয়ে বকুলকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বকুলের মা, ভাই, বোন জেয়াদুলকেও গালিগালাজ করে এবং তাদের জায়গার উপরে পেয়ারা গাছটি রয়েছে বলে দাবি করে। এতে জেয়াদুল ক্ষিপ্ত হয়ে তার পক্ষের লোকজনদের ডেকে এনে বকুলদের উপর চড়াও হয় এবং লাঠিসোটা দিয়ে মারপিট শুর“ করলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে মৃত আহাম্মেদ আলীর পুত্র বকুল (২৭), তার মা নুরজাহান বেওয়া (৫০), বোন শাহীনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





