somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার কোথায় ব্যর্থ সংসদে

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার কোথায় ব্যর্থ সংসদে
এসে বলুন: আশরাফ
সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তা সংসদে এসে তুলে ধরতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গণভবনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে শুক্রবার রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
সরকার ব্যর্থ হয়েছে বলে বিরোধী দলের দাবি সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, “বিরোধী দল সব সময় সরকারকে ব্যর্থ বলছে। অথচ কোথায় ব্যর্থ তা তারা সুস্পষ্ট করে কিছুই বলে না। আমরা তাদেরকে সংসদে এসে সরকার কী কী ক্ষেত্রে ব্যর্থ, তা তুলে ধরার আহ্বান জানা”িছ।”
প্রধান বিরোধী দল বিএনপির সরকার হঠানোর আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদের আগে কেউ যদি উৎখাত করতে চায়-তা হবে অসাংবিধানিক। এটা কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবিধান সংশোধনে মতামত দিতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, “সংসদে এসে সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে আপনারা মতামত দিন।’’
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ১০মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। এটি ছিলো নবগঠিত সভাপতিমণ্ডলীর তৃতীয় বৈঠক। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরি¯ি’তি, আইন-শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
আশরাফ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক থাকার সময় সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া রমজান মাসে আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে ১৪ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, আবদুল লতিফ সিদ্দিকী, ম খা আলমগীর প্রমুখ উপ¯ি’ত ছিলেন।





প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের পথে
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ঢাকা ছেড়েছেন।
প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় রওনা হন।
শনিবার ব্রাসেলসে তিনি যাত্রাবিরতি করবেন। সেখান থেকে রোববার সকালে একটি বিদেশি বিমানে নিউ ইয়র্ক যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকাল সোয়া ৮টায় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ¯’ানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরাকারি ও সামরিক কর্মকর্তারা তাকে বিদায় জানান।
১০ দিনের এ সফরে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে কয়েকটি গুর“ত্বপূর্ণ দ্বিপক্ষী ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। তিনি ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক অব¯’ান করবেন।
গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশন শুর“ হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর।
এর আগে ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানদের এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে একটি উ”চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দি”েছন।
প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রেস সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজার“ল কায়েসসহ একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কয়েকজন গণমান্য ব্যক্তি ও সাংবাদিক।
দীপু মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দেবেন। গতবছরও তিনি এই অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দীপু মনি আরো জানান, সফরকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানাবেন।


সাংবাদিক মঞ্জুর“ল আলম মারা গেছেন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ মঞ্জর“ল আলম মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রয়াতের ছেলে মোকতাদীর অনিক শনিবার জানান, দীর্ঘদিন তার বাবা ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা ছিলো।
তিনি আরো জানান, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মঞ্জুর“ল আলমের প্রথম নামাজে জানাজা হবে। এরপর কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় জানাজা শেষে আমজাদের বাজার গ্রামের পারিবারি গোরে¯’ানে তাকে দাফন করা হবে।
মরহুমের কফিন শনিবার সকালে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তার ইস্কাটনের বাসায় নেওয়া হয়। তখন সেখানে এক মর্মস্পর্শী দৃশ্যের সৃষ্টি হয়। মরহুমের নিকট আত্বীয় ও বন্ধু-বান্ধবরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপ¯ি’ত হন।
মঞ্জর“ল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে øাতক ও øাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি সাংবাদিকতা শুর“ করেন ১৯৭৩ সালে দৈনিক আজাদ পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে। কর্মজীবনে তিনি দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ও উপ-সম্পাদকসহ গুর“ত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৫ সালে ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি।
মঞ্জুর“ল আলমের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আক্তার ইউসুফ ও সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।



বগুড়ায় শ্রমিক লীগের দুই নেতা খুন
বগুড়ায় শ্রমিক লীগের দুই নেতাকে গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে শহরতলীর নার“লী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ নার“লী এলাকার আনিছুর রহমানের ছেলে হাসানুজ্জামান নাসিম (৩৫) ও ইসাহাক জোয়ার্দ্দারের ছেলে ইসরাফিল হাসান রঞ্জু (৪০)।
বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানিয়েছেন, নিহত নাসিম শ্রমিক লীগের নার“লী বন্দর কমিটির সভাপতি ছিলেন; রঞ্জু ছিলেন ওই কমিটির সদস্য।
এলাকায় আধিপত্য বিস্তারের জন্য স্বে”ছাসেবক লীগ ও বিএনপির সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নিহত রঞ্জুর মামা আবু সাঈদ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রঞ্জু ও নাসিমসহ ৪/৫ জন নার“লি বাজার এলাকায় একটি ঘরে আড্ডা দি”িছলো।
তিনি বলেন, তখন সেখানে ৮/৯ জন সন্ত্রাসী ঢুকে প্রথমে নাসিমকে গুলি করে। এ সময় রঞ্জু দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে পর পর দুটি গুলি করে। এতে সে মাটিতে পড়ে যায়। এরপর তারা রামদা দিয়ে তাদেরকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
সদর থানার ওসি খালেকুজ্জামান জানিয়েছেন, ময়না তদন্তের জন্য নাসিম ও রঞ্জুর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলেও তিনি জানান।



শিবচরে দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমনের সঙ্গে সংঘর্ষে এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শিবচরের পা”চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের (২৩) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কাবিরাজপুর গ্রামে। তার বাবার নাম রব মিয়া।
শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, সাইফুল মটর সাইকেলে দুইজন যাত্রী নিয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে যা”িছলেন।
তিনি বলেন, পথে পা”চর বাসস্ট্যান্ডে বিপরীত দিকে থেকে নসিমনটির সঙ্গে তাদের মটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনা¯’লে সাইফুলের মৃত্যু হয়। আহত হয় মটর সাইকেলটির দুই আরোহী।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে শিবচর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি রাজ্জাক।








নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি
মজুরি কাঠামো ঘোষণার দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুর“ করেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীরা।
ওদিকে, আগামী মাসেই চিনিকলে উৎপাদন শুর“ হওয়ার কথা রয়েছে।
মিলের শ্রমিক-কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে দাবি জানানো সত্ত্বেও সরকার চিনিকল শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা না করায় চিনিকলের তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাবি আদায়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর কর্মবিরতি শুর“ করে। এ সময় তারা কর্মকর্তাদের কারখানায় ঢুকতে দেয়নি।
সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামালসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
আনোয়ার কামাল বলেন, “সরকারি শ্রমিক কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই আমরা চিনিকল শ্রমিকদের জন্য পৃথক মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়ে আসছি। কিš‘ সরকার এখনো তা ঘোষণা করেনি।
“আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছি। দাবি না মানা পর্যন্ত অন্দোলন চলবে।”
এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যব¯’াপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারিছ আলী বলেন, “¯’ানীয়ভাবে এ দাবি পূরণের সুযোগ নাই। আমরা সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে যোগযোগ করেছি। আশা করছি, তারা জর“রি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”


ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
যান্ত্রিক ক্রটির কারণে শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ত্র“টি সারিয়ে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুর“ হতে ৪-৫ দিন সময় লাগতে পারে।
আশুগঞ্জ সার কারখানার ব্যব¯’াপনা পরিচালক ওসমান গণি
জানান, ইউরিয়া প্লান্টের হাই-প্রেসার কার্বোনেট কনডেনসারে লিকেজের কারণে শনিবার সকাল ৭টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, নিজস্ব প্রকৌশলীরা ত্র“টি মেরামতের চেষ্টা করছেন। পুনরায় উৎপাদনে যেতে ৪-৫ দিন সময় লাগতে পারে।
দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা প্রতিদিন এক হাজার ছয়শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম।



১২৭ জনকে ব্রাশ ফায়ারে হত্যা
করে পাক বাহিনী
হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের গণহত্যা দিবস ১৮ সেপ্টেম্বর।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হিন্দু অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামের ১২৭ জনকে হত্যা করে। জ্বালিয়ে দেয় হিন্দুদের সব ঘর-বাড়ি।
১২৭ জন নারী ও পুর“ষকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।
এছাড়া আশপাশের এলাকায় হামলা চালিয়ে আরো শতাধিক লোককে হত্যা করে তারা।
ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান তিনজন। পঙ্গুত্ব বরণ করে তারা এখন মানবেতর জীবন-যাপন করছেন।
গ্রামের অনেকেই কাছে স¤প্রতি জানিয়েছেন সেদিনের মর্মান্তিক কাহিনী।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কৃষ্ণপুর গ্রামটি একেবারেই যোগাযোগ বি”িছন্ন। সে কারণে হবিগঞ্জের বিভিন্ন ¯’ান থেকে বিপুল সংখ্যক হিন্দু কৃষ্ণপুর ও চণ্ডিপুরে আশ্রয় নিয়েছিলেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাকিস্তানি সেনা ক্যাম্প থেকে দুইটি স্পিডবোট যোগে ১০-১৫ জনের একদল পাকিস্তানি সেনা ১৮ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে কৃষ্ণপুরে আসে।
তাদের সঙ্গে আসে ২০-৩০ জনের একদল রাজাকার।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, পাকিস্তানি সেনারা কৃষ্ণপুরে হিন্দুদের বাড়িঘরগুলো একের পর এক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নারী-পুর“ষকে ধরে নির্মমভাবে হত্যা করে।
১৮ সেপ্টেম্বর বেঁচে যাওয়া হরিদাস রায় বলেন, “পাক বাহিনীর হামলার সময় প্রাণ বাঁচাতে কয়েকশ’ নারী-পুর“ষ কয়েকটি পুকুরে কচুরিপানার নিচে ডুবে থেকে আত্মরক্ষা করেছিলেন। তাদের অনেকেই আজ নেই।”
“যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হলেই ওই ১২৭ জনের আত্মা শান্তি পাবে”, বলেন তিনি।
কৃষ্ণপুরের নৃপেন্দ্র রায় জানান, সেদিন কৃষ্ণপুরের পার্শ্ববর্তী চণ্ডিপুর গ্রামে হানাদারদের হামলায় সব পুর“ষ নিহত হয়। এরপর সেখানে আজ পর্যন্ত কোনো লোকালয় গড়ে উঠেনি। বেঁচে যাওয়া নারীরা অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান প্রমোদ রায়।
তিনি জানান, যুদ্ধের আগে তিনি ব্যবসা করতেন। কিš‘ গুলিতে আহত হওয়ার পর থেকে তিনি পঙ্গু। দৈনন্দিন কোনো কাজ করতে পারেন না। ওই দিনের পর থেকে এলাকার লোকজনের সাহায্যেই তিনি চলছেন।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটি পরিদর্শক দল ঘটনা¯’লগুলো পরিদর্শন করেছে। সরকার এসব ¯’ানকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করার এবং বেঁচে যাওয়া মানুষদের পূনর্বাসনের উদ্যোগ নিয়েছে।


পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েট
শিক্ষার্থীদের ভাংচুর
পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা শুক্রবার রাতে ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে।
ঈদের ছুটি শেষে ক্লাস শুর“ হওয়ার প্রাক্কালে ক্যাম্পাসে উদ্ভূত এ পরি¯ি’তিতে শনিবার দুপুরে সিন্ডিকেটের জর“রি সভা বসেছে।
ঈদের ছুটি শেষে রোববার থেকে কুয়েটে ক্লাস শুর“ হওয়ার কথা রয়েছে।
এরপর আগামী ২৩ সেপ্টম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ওইসব পরীক্ষা শুর“ হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে।
খানজাহান আলী থানার ওসি মো. শাহাবুদ্দিন শেখ জানিয়েছেন, ভাংচুর চলাকালে শিক্ষার্থীরা উপাচার্যকে তার কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবর“দ্ধ করে রাখে। তবে শনিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাসে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি।
ওদিকে শিক্ষার্থীদের কাছে অবর“দ্ধ হওয়ার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, উদ্ভূত পরি¯ি’তি নিয়ে বেলা ১২টায় সিন্ডিকেটের জর“রি সভা বসেছে।


ধর্মঘটের মধ্যেও কাজ চলছে চট্টগ্রাম
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে
সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের ধর্মঘট সত্ত্বেও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুর“ হয়েছে।
শনিবার সকাল ১১টায় পুলিশের উপ¯ি’তিতে বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবন ও দুটি একাডেমিক ভবনের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যক্রম শুর“ করে।
শনিবার প্রশাসনিক কার্যক্রম শুর“ হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা শুর“ হবে ২৮ সেপ্টেম্বর থেকে ।
সংগঠনের নয়জন নেতাকর্মীকে বহিষ্কারসহ নানা মেয়াদে শাস্তি দেওয়ার প্রতিবাদে গত ২৯ অগাস্ট থেকে ছাত্রলীগ ক্যাম্পাসে লাগাতার অব¯’ান ধর্মঘট পালন করে আসছে। তারা ওইদিনই ক্যাম্পাসের একটি প্রশাসনিক ভবন ও দুটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তালা খুলেছে। সব ধরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এখন পরি¯ি’তি স্বাভাবিক।
এর আগে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে লাগাতর অব¯’ান ধর্মঘটের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
গত ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের পরিচালককে লািঞ্ছত করার অভিযোগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক কমল কান্তি মজুমদারসহ নয় ছাত্রলীগ নেতা কর্মীকে শাস্তি দেওয়া হয়।
এর মধ্যে পাঁচজনকে আজীবন, একজনকে দুই বছরের জন্য, এক জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া তাদের জরিমানাও করা হয়।
এরপর উত্তেজনা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি ঘোষণা করে।
ছাত্রলীগের আহ্বায়ক কমল বলেন, পুলিশের প্রহরায় জোর করে তিনটি ভবনের তালা ভেঙেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বাধা দিতে চাইলে পুলিশ আমাদের অবর“দ্ধ করে রাখে।
তবে তাদের কর্মসূচি চলছে বলে কমল জানান।
এদিকে খুলশী থানার ওসি ইফতেখার হাসান
বলেন, ক্যাম্পাসের পরি¯ি’তি স্বাভাবিক আছে। পরি¯ি’তি নিয়ন্ত্রণে রাখতে ৬০ জন পুলিশ ক্যাম্পাসে অব¯’ান করছে।


অর্পিত সম্পত্তি আইন সংশোধনে
৭ দফা প্রস্তাব
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১-এর সংশোধনের ক্ষেত্রে সাত দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সম্মেলনে এ প্রস্তাব দেন পরিষদের নেতারা।
সংসদের আসন্ন অধিবেশনেই সংশোধিত আইন পাশ করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করা হয়।
রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তারা সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
প্রস্তাবগুলো হ”েছ, সংশোধিত আইনে অর্পিত সম্পত্তি সংজ্ঞা পুনঃনির্ধারণ, ১৯৭৪ সালের পর অবৈধভাবে অথবা ভুলবশত আরএস রেকর্ডে সরকারের নামে ১/১ খতিয়ানে তালিকাভুক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি নয় বলে ঘোষণা করা, ২০০১ সালের আইন অনুযায়ী মূল মালিকের উত্তরাধিকারের পাশাপাশি সহ-অংশীদার কিংবা তাদের উত্তরাধিকার দ্বারা বৈধভাবে বিক্রয়কৃত জমির মুসলিম স¤প্রদায়ভুক্ত মালিকদের অধিকার নিশ্চিত করা।
এছাড়া জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন এবং ওই ট্রাইব্যুনালের রায়ের বির“দ্ধে উ”চ আদালতে আপিলের বিধান রাখা, ২০০১ সালের আইনে ‘নাগরিক’ এর সংজ্ঞায় ‘অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক হন’ শব্দাবলীর মধ্য থেকে ‘অব্যাহতভাবে’ শব্দটি বাদ দেওয়া, মূল আইনের ২৭ ধারায় ‘বিক্রয়’ শব্দের ¯’লে ‘প্রতীকী মূল্য’ শব্দাবলী প্রতি¯’াপন এবং ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জমির মৌজাহার প্রতীকী মূল্যে নির্ধারণ।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, “উ”চ আদালতের রায়ে ১৯৭৪ সালের ২৩ মার্চ থেকে অর্পিত সম্পত্তি আইন মৃত হয়ে গেছে। অথচ এ মৃত আইনের মাধ্যমে বিগত ৩৬ বছর ধরে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে তাদের জমি-জমা, বসতঘর থেকে উ”েছদ করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।”
এ অব¯’ায় ২০০১ সালে তৎকালীন সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন পাশ করে। এ আইনের সংশোধনীর মাধ্যমে বর্তমান সরকার সংখ্যালঘু স¤প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত পরিষদের পক্ষে প্রস্তাব সমূহ সম্মেলনে তুলে ধরলে তা ঐক্যমত্যের ভিত্তিতে পাশ হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “স¤প্রতি পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অর্পিত সম্পত্তি আইন (সংশোধনী) পাশ করার দাবি জানালে প্রধানমন্ত্রী বলেন, আইনটি সংশোধনে আপনারা অভিন্ন প্রস্তাব পেশ করলে তা বিবেচনা করা হবে।”
সেই প্রেক্ষিতে এ সম্মেলন আহ্বান করা হয়েছে। এখানে উত্থাপিত প্রস্তাবসমূহ বিবেচনার জন্য পাঠানো হবে।
আইনটি পাশ হলে এ দেশে অসা¤প্রদায়িক রাজনীতির দৃষ্টান্ত ¯’াপন হবে বলে তিনি মনে করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন সাংসদ তানভীর শাকিল জয়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেত্রী শিরিন আক্তার, অধ্যাপক অজয় রায় প্রমুখ।



জাবি খুলেছে
১৭ দিন বন্ধ থাকার পর শনিবার খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সকাল থেকে নির্ধারিত সব ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলছে।
জন্মাষ্টমী, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মাঝে ৮-১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ছিলো। ১৫ সেপ্টেম্বর হলগুলো খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ ছিলো ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।


চবি’র বেতন-ফি বাড়ানোর
সিদ্ধান্ত ¯’গিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত ¯’গিত করেছে কর্তৃপক্ষ।
এ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলো।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে কর্তৃপক্ষের এক বৈঠকে বেতন-ফি বাড়ানো সংক্রান্ত প্রশাসনের আগের সিদ্ধান্ত ¯’গিতের সিদ্ধান্ত হয়।
বৈঠকে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে উপ¯ি’ত শিক্ষকরা সাংবাদিকদের জানিয়েছেন।


দেড় মাস পর খুলেছে চবি
দেড় মাস বন্ধ থাকার পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলেছে।
প্রথম দিনে শিক্ষার্থীদের উপ¯ি’তি কম থাকায় অনেক বিভাগে ক্লাস হয়নি। তবে বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সকাল ১০ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা চাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
‘বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ’-এর আহ্বায়ক তবারেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সকালে ক্লাসে না গিয়ে মিছিলে এসেছে বলে তিনি দাবি করেন।
এর আগে সকালে শহর থেকে নির্ধারিত সবগুলো শাটল ট্রেন নগরী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে এতে শিক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলক কম।
চবি’র সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, “বিভিন্ন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ছুটির পর প্রথম দিন হওয়ায় ক্লাশে শিক্ষার্থীদের উপ¯ি’তি কিছুটা কম ছিল।”
তিনি জানান, ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২ অগাস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।


বিএনপির সংসদে ফেরা না
ফেরার সিদ্ধান্ত মঙ্গলবার
প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরবে কি না, সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার।

সেদিন দলের নীতি-নির্ধারণী ফোরাম ¯’ায়ী কমিটি বৈঠকে বসবে বলে শনিবার জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, “সংসদে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি নিয়ে আগামী মঙ্গলবার দলের ¯’ায়ী কমিটির বৈঠকে দলীয় সিদ্ধান্ত হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের সংসদীয় দলের বৈঠকে।”
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ¯’ায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সংসদে যোগ দিতে স্পিকার আবদুল হামিদের আহ্বানের একদনি পরই দেলোয়ার একথা জানালেন।
তবে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফার“ক শুক্রবার বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করে সংসদে যাওয়ার শর্ত হিসেবে তা পূরণের আহ্বান জানায়।
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। পঞ্চম অধিবেশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপ¯’াপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১


জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।

আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন

"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

লিখেছেন জেন একাত্তর, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭



২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

লিখেছেন কিরকুট, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭



চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

×