somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধের বিচার না হলে

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধের বিচার না হলে
আর কখনো হবে না : তাজুল ইসলাম
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোটের সরকার হ”েছ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুতরাং এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশের ইতিহাসে আর কখনো এ বিচার হবে না। সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুর“ হয়েছে। এ সরকারের মেয়াদকালেই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকালে ‘গণতন্ত্র উত্তরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ভিশন ২০২১’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এন্টার প্রাইজ ফর ফর ডেভেলপমেন্ট এন্ড সিকিউরিটি স্টাডিজ (বিইডিএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
তাজুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাইলে গোপনে নয়, প্রকাশ্যে রাস্তায় আসুন। এতে জনগণ আপনাদের আসল চেহারা দেখতে পারবে। তিনি বলেন, বিএনপি যতই সাহায্য কর“ক সরকার তর“ণ প্রজন্মকে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করবেই।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ দেশে বহুবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। গণতন্ত্র সংকটে পতিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রতিবারই অত্যন্ত বিচক্ষনতার সঙ্গে গণতন্ত্রকে সংকট থেকে রক্ষা করেছেন।
অধ্যাপক কামর“ল হাসান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিচারপতি গোলাম রব্বানী, আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন সবুজ প্রমুখ।




সরকারী কর্মচারীদের মাথা নত না করার
আহবান জানালেন এম কে আনোয়ার

বিএনপি’র ¯’ায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার হোসেন প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাথা উঁচু করে, নির্ভয়ে দায়িত্ব পালন করুন। চাকরি চলে গেলে, চাকরি দেওয়া হবে। কারো দয়ায় আপনারা চাকরি পাননি। দায়িত্ব পালন করতে গিয়ে কারো কাছে মাথা নত করবেন না। আপনারা মাথা নত করলে দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের কারমুক্তির ২য় বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদ স্বে”ছাসেবকদল এ সমাবেশের আয়োজন করে। স্বে”ছাসেবকদল সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, শাম্মী আক্তার এমপি, স্বে”ছাসেবদল সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন স্বে”ছাসেবকদল সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু।
এম কে আনোয়ার বলেন, সারা দেশকে আজ একটি কারাগারে পরিণত করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় নেতা-কর্মীরা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। বিডিআর হত্যাকান্ডের মধ্যেদিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করা হ”েছ। সারা দেশে একটি অরাজক পরি¯ি’তি সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন, বিএনপি চেয়ারপার্সন, তার দু’ই ছেলের গ্রেফতার, শেখ হাসিনার গ্রেফতার, নির্বাচন সবকিছুই করা হয়েছিল পূর্ব পরিকল্পিতভাবে।
তিনি বলেন, এ সরকার জনগণকে ধোকা দিয়েছে। তারা ক্ষমতায় এসে ১টি নির্বাচনী ওয়াদাও পুরণ করেনি। বিএনপি আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্য ¯ি’তিশীল রয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।



নিউ মার্কেট এলাকায় শিবিরের মেস থেকে
খেলনা অস্ত্র উদ্ধার ২জন আটক

রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ শুক্রবার গোপন সংবাদের ভি্িত্ততে এলিফ্যান্ট রোডের একটি বাড়িতে ইসলামী ছাত্র শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, খাকি পোশাক, বিপুল জিহাদি বই ও শিবিরের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে।
শুক্রবার ভোররাতে এ সব মালামাল উদ্ধার করা হয়। অভিযানের সময় মেসের কোন সদস্যকে পুলিশ আটক করতে পারেনি।
জিজ্ঞাসাবাদের জন্য মুস্তাফিজুর রহমান ও সিদ্দিকুর রহমান নামে দুই জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানায়, রাজধানীর এলিফ্যান্ট রোডের ২৬৬ নম্বর বাড়ির মেসে ২০-২৫ জন ছাত্র মেস করে থাকত। শিবিরের আস্তানা হিসেবে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে তারা মেসটিকে নজরে রাখে। শুক্রবার সকালে পুলিশকে খবর দেওয়ার পর সকাল সোয়া ৭টায় সেখানে অভিযান চালিয়ে বই খাতাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। বাসাটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুর রহমান মজুমদার বলে জানা গেছে।
পুলিশের অভিযানে ওই মেস থেকে বিপুলসংখ্যক বই, দুটি খেলনা রাইফেল, তিনটি খেলনা পিস্তল, দুই সেট খাকি পোশাক, ক্যাপ, তার কাঁটা, বোর্ড, রংয়ের প্যাকেট, ব্যাটারি, সিল, ১/১১ পরবর্তী সময়ের বিভিন্ন ধরনের লিফলেট, পোস্টার, ব্যানার, শিবিরের চাঁদার রশিদ, ডাইরী, বাংলাদেশের পতাকা, টেলিভিশন, ব্যানার, ভিডিও ও অডিও ক্যাসেট, শিবিরের বিভিন্ন দলিলপত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা শিবিরের খাতাপত্র ও রেজিস্টার উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অধ্যাপকের ভাতিজা ও ঢাবির ইন্টারন্যাশনাল হলের এমএলএসএস মুস্তাফিজ (২৮) ও তার ফোন ফ্যাক্স দোকানের কর্মচারী সিদ্দিুল্লাহকে (৫৫) আটক করা হয়েছে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বড় বড় কয়েকটি স্টিল ট্রাংক ভেঙ্গে তার ভেতর থেকে কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার পর যথাযথ ব্যব¯’া নেওয়া হবে।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুর“ল ইসলাম জানিয়েছেন, অধ্যাপক আমিনুর রহমান মজুমদারের বাসা থেকে কয়েক মাস আগে পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছিল। এর পর থেকে বাসাটি তালা মারা অব¯’ায় ছিল। কিš‘ শুক্রবার বাসাটিতে লোকজনের উপ¯ি’তি টের পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই জিনিসপত্র উদ্ধার করে। তবে বাসায় কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। এই ঘটনায় অধ্যাপককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আটক মুস্তাফিজ পুলিশকে জানায়, অধ্যাপক সম্পর্কে তার চাচা হয়। সে বাসায় জামায়াত শিবিরের আস্তানা সম্পর্কে কিছু জানে না। বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অব¯’ায় পুলিশ তাকে আটক করে।
অপর আটক ব্যক্তি সিদ্দিকুল্লাহ বলেন, সে অধ্যাপক আমিনুর রহমান মজুমদারের মালিকানাধীন ফোন ফ্যাক্স দোকানের কর্মচারী। দোকান থেকে পুলিশ তাকে আটক করে।
বাড়ির মালিক ড. আমিনুর রহমান মজুমদার বলেন, ভাড়াটিয়া যুবকদের ভদ্র ছেলে হিসেবে জানতাম। ভাড়া নিয়ে তারা বাড়িটি জঙ্গি আস্তানায় পরিণত হয়েছিল তা তার জানা নেই।



রাজধানীতে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর খিলক্ষেতে বৃহষ্পতিবার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে কুর্মিটোলা হাইস্কুলের ছাত্রী ঝুমা (১৪)। সে তার খালার সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে ঝুমা প্রচণ্ড জেদি প্রকৃতির ছিল। সামান্য কথায় সে বাড়িতে তুলকালামকাণ্ড ঘটাতো। রাত ৮টার দিকে ঝুমা তার ছোট বোনকে পড়ার জন্য মারধোর করে। এ নিয়ে খালার সাথে রাগারাগি হলে, ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


একলা চল নীতিতে চলছে আওয়ামী লীগ : ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট শক্তিশালী জোটে পরিনত হতে পারছে না। তার মূল কারণ আওয়ামী লীগ একলা চল নীতি অনুসরন করছে। ফলে বিএনপি-জামাত এই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের জন্য প্র¯‘তি নিচেছ।
শ্ক্রুবার সকালে ঢাকায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু অবিলম্বে সরকার পরিচালনা থেকে শুর“ করে নীতি নির্ধারণের সকল পর্যায়ে এবং মাঠ পর্যায়ে ১৪ দল ও মহাজোটের ঐক্য জোরদার করতে মহাজোট নেত্রীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক বাঁক পরিবর্তনের মুখে এসে দাঁড়িয়েছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার কারনে জাতীয় রাজনীতিতে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে। ১৯৭৫ পরবর্তী সামরিক শাসনের রাজনৈতিক ধারার ছেদ ঘটানোর ক্ষেত্র উন্মুক্ত হয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু‘র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন দলের শিরীন আখতার, ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান, মো: খালেদ, এড. হাবিবুর রহমান শওকত, মোশাররফ হোসেন, ডা. মুশতাক হোসেন, মনসুর আহমেদ আগা, মোযহার“ল হক টুলু, ফাতিমা হোসেন, তৈয়মুর রহমান, সার্জেন্ট রফিকুল ইসলাম (অব:) বীর প্রতীক, আলহাজ্ব মনোয়ার হোসেন, ওয়েছুর রহমান চৌধুরী, মেহের আলী, শাহাবুব আলী মাষ্টার, আমিনুল ইসলাম মিটু, আব্দুস সাত্তার, রফিকুদ্দৌলা চৌধুরী, মো: সলিম উল¬াহ, এড. সুকুমার চন্দ্র দাস, কৃষিবিদ আব্দুস সাত্তার মন্ডল সহ দলের বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপদেষ্টা মন্ডলির সদস্যরা ।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে বিএনপি-জামাত জোট পরাজিত হলেও তাদের রাজনৈতিক ভিত্তি এখনও মজবুত রয়েছে। তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া হয়ে পাল্টা আঘাত হানার প্র¯‘তি নি”েছ। তিনি বলেন, বর্তমানে ১৪ দল তথা মহাজোট ঢিলেঢালা ও সমন্বয়হীনতার মধ্যে রয়েছে। এটা কেবলমাত্র শত্র“ পক্ষকেই সাহস ও শক্তি যোগা”েছ। তিনি অবিলম্বে সরকার পরিচালনা থেকে শুর“ করে নীতি নির্ধারণের সকল পর্যায়ে এবং মাঠ পর্যায়ে ১৪ দল ও মহাজোটের ঐক্য সক্রিয় ও কার্যকর করার ওপর জোর দেন।
জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূর“ল আম্বিয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সা¤প্রদায়িকতা ও জঙ্গী সন্ত্রাস নির্মূল করার পথে দলকে অগ্রসর হতে হবে। এই কাজ শেষ হওয়ার আগে মহাজোট ক্ষতিগ্র¯’ হয় এমন কোন পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকতে হবে। সামান্য ভুলে বিজয়ের সুফল যেন নস্যাত না হয় তার জন্য মহাজোটের সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনায় হালনাগাদ করার যে প্রক্রিয়াই অনুস্মরণ করা হোক না কেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, বিচার বিভাগকে অন্তবর্তীকালিন সরকারের দায়-দায়িত্ব পালন করা থেকে কিভাবে অব্যাহতি দেয়া যায় তা নিয়ে ভাবার সময় এখনই। তিনি নবনির্বাচিত উপদেষ্টামন্ডলি ও জাতীয় কমিটির মনোনীত সদস্যদের স্বাগত জানান। সভায় দলের প্রয়াত নেতা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।




সরকার যুদ্ধাপরাধ বিচারের নামে আতংক
সৃষ্টি করছে :আজহার“ল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এ টি এম আজহার“ল ইসলাম বলেছেন, সরকার যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের নামে জনমনে আতংক সৃষ্টি করছে। অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে। অথচ দেশের সবের্বা”চ আদালত অধ্যাপক গোলাম আযমকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ দায় থেকে মুক্তি দিয়েছেন।
শুক্রবার ঢাকার মগবাজার আল ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরীর উদ্যোগে ডেমরা অঞ্চল ভিত্তিক র“কন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমীর এ এইচ এম হামিদুর রহমান আজাদ এমপির সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, নূর“ল ইসলাম বুলবুল, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সৈয়দ রইছ উদ্দীন, রফিকুন্নবী, মুহাম্মদ শাহজালাল ও কবির আহমদ প্রমুখ।
আজহারুল ইসলাম বলেন, সরকার যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের নামে জনমনে আতংক সৃষ্টি করছে। অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে। অথচ দেশের সবের্বা”চ আদালত অধ্যাপক গোলাম আযমকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধকে দায় মুক্তি দিয়েছেন। এমন কী বিচারপতি ইসমাইল উদ্দীন সরকার যিনি অধ্যাপক গোলাম আযম বাংলাদেশের নাগরিক নন বলে রায় দিয়েছিলেন, তিনিও তার বির“দ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কথিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল আামদের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংগর্ষিক। এটি প্রণীত হয়েছিল ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। অথচ তাদেরকে ত্রিপক্ষীয় শিমলা চুক্তির মাধ্যমে ছেড়ে দিয়ে বিচারের নামে জামায়াত নেতৃবৃন্দকে ফাসানোর অপচ্ষ্টো চালানো হ”েছ। এর মাধ্যমে সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে চায়। কিš‘ দেশের মানুষ তা বিনা চ্যালেঞ্জে মেনে নেবেনা। বরং সরকারের সকল ষড়যন্ত্র ভয়-ভীতি উপেক্ষা করে দুর্বার গণ আন্দোলন ও আইনগতভাবে মোকাবেলা করবে। তিনি আরো বলেন, সরকার দেশের মানুষরে মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তারা জনগণেল জন্য পানি, বিদ্যুত ও গ্যাসের সুব্যব¯’া করতে পারেনি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের আইন-শৃংখলা পরি¯ি’তি সকল সময়ের চেয়ে নিম্ন পর্যায়ে পৌছেছে। সরকার জনগনের জানমালের নিরাপত্তা দিতে পারছেনা। তারা নির্বাচনী অঙ্গীকার ভূলে গিয়ে ভারতীয় স্বার্থরক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা ভারত থেকে ৭ হাজার কোটি টাকা ঋণ নিয়ে ভারতের স্বার্থে ব্যয় করছে। সরকার টিপাইমুখ বাঁধের ব্যাপারে কোন উ”চবাচ্য করছেনা। তারা বিদেশী প্রভুদের খুশী করার জন্য দেশীয় শিল্প কারখানা পরিকল্পিত ভাবে ধ্বংস করে দি”েছ। ইতিমধ্যেই দেশের পাট শিল্প, পোষাক শিল্প ও পল্ট্রি শিল্পকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আবার চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য সারাদেশে এনথ্রাক্স আতংক সৃষ্টি করা হ”েছ। মূলত এটি ভারতের একটি পরিকল্পিত গুজব। তিনি এসব ব্যপারে জনগণকে সতর্ক থাকার আহবান জানান। এটিএম আজহার বলেন, সরকার দেশ ও জাতিসত্ত্বা বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের বির“দ্ধে জোরদার গণ আন্দোলন গড়ে তুলতে পারলে জনগণ এতে সাড়া দেবে। সরকার এসব করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা ঠেকাতে পারবেনা। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এক দিন জাতীয় বীর হিসেবে মুক্ত হবেন ইনশাল্লাহ। তিনি সরকারের সকল ইসলাম বিরোধী অপতৎপরতা ধৈর্য্য ও সহনশীলতার সঙ্গে মোকাবেলা করার আহবান জানান। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপট মুমিনের জন্য পরীক্ষা। রাসূল (সাঃ) ও তার সাহাবীদেরকেও এ পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে হয়েছে। কথিত আর্ন্তজাতিক ট্রাইবুনালের বিচারের নামে জামায়াত নেতৃবৃন্দকে হয়রাণী ও চরিত্র হনন করা হ”েছ। এসব জনগণ মেনে নেবেনা। তিনি ইসলামী আন্দোলনকে গতিশীল ও বেগবান করার জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্র¯‘ত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।


নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ও আর্থ-সামাজিক
অব¯’ার উন্নয়নে সরকার প্রাথমিক শিক্ষাখাতকে গুর“ত্ব দি”েছ
--- গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মোঃ আফছার“ল আমীন বলেছেন, নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ও আর্থ-সামাজিক অব¯’ার উন্নয়নে বর্তমান সরকার শিক্ষাখাতকে বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে অধিকতর গুর“ত্ব প্রদান করেছে। এ লক্ষ্যে সরকার দেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
মন্ত্রী শুক্রবার আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে মীনা দিবস-২০১০ উদযাপন উপলক্ষে ইউনিসেফ এর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের মীনা দিবসের প্রতিপাদ্য হলো ‘¯কুলে যাওয়াই শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ’।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোঃ শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, ইউনিসেফ বাংলাদেশ কার্যালয় ঢাকার চিফ অভ এডুকেশন নরেন্দ্র দাহাল, নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত ও মামুনুর রশিদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর রউফ চৌধুরী বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্পূর্ণ মেধা, স¦”ছতা ও নিরপেক্ষভাবে স¤প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে যা সকল মহলে প্রশংসিত হয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান সরকাররের ঘোষিত ২০১১ সালের মধ্যে সকল শিশুকে বিদ্যালয়ের আওতায় আনা ও ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রাথমিক শিক্ষাখাতকে দুর্নীতিমুক্তভাবে ঢেলে সাজানোর ওপর গুর“ত্বারোপ করেছেন।
প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦প্নের সোনার বাংলা গড়তে, সরকারের ভিশন-২০১০ বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।
এ দিবসটি উদযাপনের জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও জেলা পর্যায়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি, মীনা বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পরে অনুষ্ঠানে উপ¯ি’ত শিশুদের জন্য মীনা কর্মকাণ্ডের ওপর প্রদর্শনী, মাপেট শো ও পাপেট শো প্রদর্শন করা হয়।



ইব্রাহীম হত্যায় 'জড়িত' আরো একজন গ্রেপ্তার

যুবলীগকর্মী ইব্রাহীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো একজন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ হত্যাকাণ্ড তদন্ত শুর“র পর এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাজহার“ল ইসলাম মিঠু (৪০) নামে এক ব্যক্তিকে।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম শুক্রবার বলেন, "মিঠুর গাড়িতে করেই ইব্রাহীমকে হাসপাতালে নেওয়া হয়েছিলো। আমরা সন্দেহ করছি, হত্যাকাণ্ডে তারও সম্পৃক্ততা আছে।"
মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হ”েছ বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও যুবলীগ নেতা নূর“ন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ঢাকায় ইব্রাহীম আহমেদের মৃত্যু হয়।
এতে শাওনের জড়িত থাকার অভিযোগ এলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বারবার বলে আসছেন, ওই ঘটনায় শাওনের কোনো সম্পৃক্ততা নেই।
ইব্রাহীম হত্যামামলা তদন্ত নিয়ে গোয়েন্দা পুলিশের সমালোচনা ওঠার পর গত শনিবার মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা।
এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বির“দ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
গোয়েন্দা পুলিশ তদন্ত কালে ২৯ আগস্ট কালা এবং শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদকে গ্রেপ্তার করে।
এরপর গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


গাজীপুরে তর“ণী, ফরিদপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় সড়কের পাশে এক অজ্ঞাত তর“ণীর লাশ পাওয়া গেছে। ফরিদপুরের শালথা উপজেলার এক গ্রাম থেকে ঝুলন্ত অব¯’ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর প্রতিনিধি জানান, জয়দেবপুর থানার কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত এক তর“ণীর (২৭) লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তার বুকে দুইটি ও পিঠে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহার“ল ইসলাম জানান, সড়কের ঢালে ওই তর“ণীর লাশ উপুড় হয়ে পড়া ছিলো। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হ”েছ।
তিনি জানান, লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পূর্ব মোড়হাট গ্রামে গাছে ঝুলন্ত অব¯’ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মজিবর রহমার মিয়া (৪৫) একই ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামে। তিনি ভাওয়াল বাজারের একজন মুদি ব্যবসায়ী।
সালথা থানার ওসি শঙ্কর কুমার দাস বলেন, শুক্রবার সকালে একটি আম গাছে লাশটি ঝুলতে দেখে ¯’ানীয় থানায় খবর দেয়। ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মজিবরকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় গামছা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হ”েছ বরে জানান পুলিশ কর্মকর্তা শঙ্কর।
তিনি জানান, লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় এ ব্যাপারে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।



সরকারের দুঃশাসনে গণতন্ত্র বিপন্ন: দেলোয়ার

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসন ও নিপীড়নে জনগণ ও সরকারি কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকারের কর্মকাণ্ডে গণতন্ত্র, দেশ ও স্বাধীনতা বিপন্নের পথে। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালা”েছ। অথচ তাদের বির“দ্ধে কোনো ব্যব¯’া নেয়া হ”েছ না। উল্টো মন্ত্রীরা বলে বেড়া”েছন, দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ভাল।
শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি সরকারের জুলুম অত্যাচারের বির“দ্ধে দলীয় নেতা-কর্মীদের সো”চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে দলীয় কর্মসূচি সফল করার আহবান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সফর করলেন খোন্দকার দেলোয়ার।
দেলোয়ার বলেন, বর্তমান সরকার নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথা না ভেবে দলবাজিতে ব্যস্ত রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে নদীভাঙন রোধসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যব¯’া করা হবে বলে তিনি জানান।
খোন্দকার দেলোয়ার ঘিওর উপজেলার পেঁচারকান্দা ও বালিয়াখোরা, দৌলতপুর উপজেলার চরকাটারি, চকমিরপুর, জিয়নপুর ও বাঘুটিয়া এবং শিবালয় উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা বিএনপি নেতা এডভোকেট মোকসেদুর রহমান, বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রশিদ খান, মহাসচিব পুত্র বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এডভোকেট আব্দুল হামিদ ডাবলুু, যুবদল নেতা এসএস জিন্নাহ কবির, ছাত্রনেতা আসাদুজ্জামান দোলনসহ ¯’ানীয় নেতা-কমীরা উপ¯ি’ত আছেন।


হঠাৎ অসু¯’ জলিল, সিঙ্গাপুর যা”েছন রাতে

হঠাৎ অসু¯’ হয়ে পড়েছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। প্রবীণ এ নেতার পেস মেকারটি ঠিকভাবে কাজ করছে না বলে জানা গেছে। এতে আব্দুল জলিলের কষ্টবোধ হ”েছ। তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনির সমস্যা ছাড়াও ডায়াবেটিস জটিলতায় ভুগছেন জলিল। ১৫ বছর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পেস মেকারটি ¯’াপন করা হয়।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর যাবার কথা আব্দুল জলিলের। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যা”েছন আব্দুল জলিল। তার সঙ্গে যা”েছন স্ত্রী রেহেনা জলিল।



যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করতেই বিএনপির
সংসদ বর্জন: কামর“ল

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামর“ল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ কারণে তারা সংসদ বর্জন করছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ৭১র মানবতাবিরোধীদের বিচার
ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জনতার প্রত্যাশা এ আলোচনা সভার আয়োজন করে।
কামর“ল ইসলাম বলেন, তারেক রহমানকে হয়রানি না করা কিংবা যুদ্ধাপরাধীদের বিচার করা হবে না এমন প্রতিশ্রুতি পেলে হয়ত বিএনপি সংসদে যাবে। তবে এ ধরনের প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেয়া সম্ভব নয়।
তিনি বলেন, তারেককে নির্বাসনে পাঠাইনি। সে মানবিক কারণে জামিন নিয়ে বিদেশে সময় কাটা”েছ। এর অর্থ এই নয় যে, অসু¯’তার ভান করে বছরের পর বছর বিদেশে ঘুরে বেড়াবেন। টেলিকনফারেন্স করে নেতাকর্মীদের উস্কে দেবেন। তিনি তারেক রহমানকে তর“ণ সমাজের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু এবং আন্তর্জাতিকমানের বিচার করতে সরকার বদ্ধপরিকর। পুরোপুরি বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগবে। তবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই হবে। তিনি বলেন, কোন দলকে নয়, যারা ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার করা হবে।
আইন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে সরকারের বির“দ্ধে বিএনপি জামায়াত জোটের বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিমের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, সহকারি এটর্নি জেনারেল নূর জাহান বেগম মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন ।



শরতের স্নিগ্ধতায় পালিত শরৎ উৎসব

‘শরৎকালের মেঘ সাদারে, বন্ধু ওইনা সাদা কাশের বন, আকাশে জোড়া বইগলেরে, মন কয় বন্ধু আমার আছে কাছে’- ভাওয়াইয়া গানের এ কথার মতই স্নিগ্ধ শরৎকাল। গ্রীষ্মের তপ্ত রোদ আর বর্ষার বৃষ্টির পর এ ঋতু জনজীবনে বয়ে আনে শান্তি ও স্বস্তির বারতা। আর তাই তো এ ঋতুকে ঘিরে রচিত হয় গান-কবিতা। তাই এ ঋতু বরনে গান, কবিতা আর নাচের চেয়ে ভালো আর কি হতে পারে। সেজন্যই সত্যেন সেন শিল্পী সং¯’া আর বেসরকারি টিভি চ্যানেল আই যৌথভাবে আয়োজন করে শরৎ উৎসব।
শুক্রবার সকালে পূর্ব দিগন্তে সুর্যোদয়ের পরপরই শুর“ হয়ে যায় শরৎ বরণের এ আয়োজন। আয়োজনের শুর“তেই ‘আজ নতুন আলোয় নতুন দিনের গান’ ও ‘তোমরা দেখগো আসিয়া’- এ দুটি দলীয় সঙ্গীত নিয়ে মঞ্চে আসে সুরসপ্তক। তাদের পরিবেশনার পরই শুর“ হয় মূল আয়োজন। বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা পরিবেশন করেন ‘চাঁদের কন্যা, চাঁদ সুলতানা’ গানটি। এরপর আবারো দলীয় সঙ্গীত। রবিরাগের শিল্পীরা ‘শেফালী মনেরও বনেরও কামনা’ গানটি গেয়ে মুগ্ধ করেন উপ¯ি’ত ও টিভি পর্দায় চোখ রাখা লাখো শ্রোতার।
রবিরাগের পরিবেশনার পরে মঞ্চে আসেন লিলি আসলাম। তিনি গান ‘তোমরা যা বল তাই বল’। ‘তোমরো মোহনরূপে হৃদয় ভুলে’- উত্তরায়নের দলীয় সঙ্গীত পরিবেশনের পরে মঞ্চে আসেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক। তিনি গেয়ে শোনান কবিগুর“র ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’। মিতা হকের গানের মুগ্ধতা কাটতে না কাটতে সত্যেন সেন শিল্পী সং¯’ার শিল্পীরা দলীয়ভাবে পরিবেশন করেন ‘আজ ধানের ক্ষেতে রোদ্রছায়ায় লুকোচুরির খেলা’ ও ‘নমোঃ নমোঃ বাংলাদেশ নমোঃ’।
এরপর মঞ্চে আসেন অনিমা রায় ও নার্গিস চৌধুরী। তারা গান যথাক্রমে ‘হে ক্ষনিকের অতিথি’ ও ‘শিউলী ফুল শিউলী ফুল’। তাদের পরে শরতের ভাওয়াইয়া নিয়ে মঞ্চে আসেন সফিউল আলম রাজা। তিনি পরিবেশন করেন ‘বন্ধু তোমার কিবা হয়েছে রে’। এছাড়াও আরো গান পরিবেশন করেন শহীদ খান ও মাফিয়া রহমান মিঠি।
গান ছাড়াও দলীয় নৃত্য পরিবেশন করে পদক্ষেপ নৃত্যশিল্পী সং¯’া, সুকন্যার নৃত্যাঙ্গন ও নৃত্যম। এছাড়াও কবিগুর“র ‘উদ্বোধন’ কবিতাটি আবৃত্তি করেন লায়লা আফরোজ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সংগঠনের সভাপতি হায়াৎ মামুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস।
উৎসবের দ্বিতীয় পর্বে শরৎকাল নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী। উল্লেখ্য, উৎসবটি চ্যানেল আইয়ের যুগপূর্তী আয়োজনের একটি অংশ।


মাতুয়াইল আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা, আহত ৫

রাজধানীর কদমতলির মাতুয়াইলে বৃহস্পতিবার রাতে আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে সহকারী প্লাটুন কমান্ডার আবদুল আওয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ¯’ানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত আবদুল আওয়ালের মাথা ও শরীরের বিভিন্ন ¯’ানে জখমের চিহ্ন রয়েছে। আহত আনসার সদস্য আবদুল আওয়াল জানান, রাত সাড়ে ১০টায় যখন তারা ক্যাম্পে বসেছিলেন তখন ২০ থেকে ২৫ জন সশস্ত্র ব্যক্তি তাদের ক্যাম্পে জোরপূর্বক প্রবেশ করে মারধর শুর“ করে। এতে তাদের ৫ জন সদস্য আহত হন। কি কারণে ক্যাম্পে হামলা হয়েছে তা জানাতে পারেননি ওই আহত সদস্য। চিকিৎসাধীন আবদুল আওয়ালের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর গ্রামে। তার পিতার নাম আবদুস সাত্তার।
কদমতলি থানার অপারেশন অফিসার আলী আজম ফার“কী জানান, প্রস্রাব করাকে কেন্দ্র করে ¯’ানীয় বাসিন্দাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন আনসার সদস্য আহত হন। এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে তিনি জানান। ঘটনার পর আনসারের কর্মকর্তারা ঘটনা¯’ল পরিদর্শন করেন।


চিচিগো জয়ে যা”েছ ছয় বাংলাদেশি

হিমালয়ের চিচিগো চূড়া জয়ে আগামী মাসে যৌথ অভিযানে যা”েছ বাংলাদেশ ও নেপালের ১২ জন।
২১ দিনের এ অভিযানে অংশ নিতে আগামী ১ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ৩ অক্টোবর নেপালের সিংগাতি এলাকা থেকে শুর“ হবে যৌথ অভিযান।
আয়োজকরা জানিয়েছেন, নেপালে অব¯ি’ত ২০ হাজার ৫২৮ ফুট (৬ হাজার ২৫৭ মিটার) উ”চতার এ চূড়ায় এখনো কেউ উঠতে পারেনি। অভিযান সফল হলে চূড়াটির নাম হবে 'বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব শিখর'।
অভিযানে উভয় দেশের ছয়জন করে অংশে ন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১


জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।

আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন

"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

লিখেছেন জেন একাত্তর, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭



২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

লিখেছেন কিরকুট, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭



চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

×