জীবনের বাস্তবতা মেনে নেয়া বড়ই কঠিন,
বাস্তবতাকে নিয়েই চলতে হয় নিত্য দিন।
জীবনের বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর,
জীবনকে করে তোলে ব্যাথায় ব্যাথাতুর।
প্রতিটি মুর্হুত সংঘর্ষ করে চলে হয়,
কেউ জানে না এর পরে কি হয়।
কোন সময় বিপদ এসে উত্থিত হয়,
মনের মাঝে সর্বদা সে ভয় উজ্জীবিত রয়।
বাস্তবতার বিপদ-সংকুল পথ চলতে হয়,
বাধা অতিক্রান্ত করলে জয় লাভ হয়।
বাস্তবতাকে নিয়ে আমাদের পথ চলা,
এরই মাঝে জড়িয়ে আছে জীবনের সব খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



