ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। নির্বাচন কমিশন শুধু দলগুলোর নিবন্ধন বাতিলের কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। পঞ্চম সংশোধনী বাতিল করে আদালতের দেয়া রায়ের ভিত্তিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দায়িত্ব নির্বাচন কমিশনের বলে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের দেয়া বক্তব্যের জবাবে সিইসি এ কথা বলেন।
জামায়াতের গঠনতন্ত্র সংশোধনীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে। তবে কিছু বিষয়ে এখনো কমিশনের আপত্তি আছে। সে ব্যাপারে পরবর্তীতে নোটিশ দিয়ে তাদেরকে জানানো হবে বলে জানান সিইসি।
এদিকে, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় বাড়ানোর আভাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, আইন বহির্ভূত হলেও প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়া হচ্ছে। আয়-ব্যয়ের হিসেব জমা দেয়ার আজ শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত তা জমা নেয়া হবে।
(শীর্ষ নিউজ ডটকম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




