নীলনদের দেশে ঐক্যবদ্ধ জনতার
রুদ্র রোষে খেয়ে শক,
গদি ছেড়ে স্বপরিবারে পালাতে বাধ্য হলো
তিরিশ বছর ক্ষমতা আঁকড়ে থাকা হুঁশ-নেই-মোবারক।
দেয়ালে পিঠ ঠেকে গেলে জনগণের
থাকেনা ভয় দমন-পীড়ন আর বুলেট বোমার,
আঠারো দিনের তেজোদ্দীপ্ত গণ-আন্দোলনের
নীরব স্বাক্ষী হয়ে থাকলো কায়রোর তাহরির স্কয়ার।
কাকতাড়ুয়া মোড়লরা যতই থাকুক পিছনে
জনতার আদালতে ক্ষমা নেই একনায়কের,
বিশ্ববাসী আবারও দেখল পরিণতি
দুর্নীতিপরায়ন ক্ষমতালোভী এক স্বৈরসাশকের।
ইতিহাসের করুন সত্যি ইতিহাস থেকে
নেয়না শিক্ষা কোন একনায়ক,
বিক্ষুব্ধ জনতা গর্জে উঠে দেশে দেশে
স্বৈরাচার নিপাত যাক বিদায় হউক স্বৈরশাসক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





