উত্তর গোলার্ধে আজ ২১ ডিসেম্বর রাতটা সবচেয়ে দীর্ঘ। (বাংলাদেশে অবস্য টাইম জোন ভিত্তিতে গত কাল ২১ তারিখ হয়ে গেছে।) এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবী খানিকটা হেলে আছে।
বিষয়টা বুঝতে প্রথমে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পৃথিবী ঘুরছে। আসলে পৃথিবী খানিকটা হেলে ২৩.৫ ডিগ্রিতে ২৪ ঘন্টায় আহ্নিক গতিতে প্রদক্ষিন করছে।
পৃথিবী এক জায়গায় স্থির নেই। নিজের কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে বছরে এক পাক। ২১ ডিসেম্বর উত্তর মেরু সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, হেলানো অবস্থায়।
গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে মুখ করে হেলে থাকে। ফলে আমাদের দিন দীর্ঘ এবং রাত ছোট হয়। আর শীতকালে ঘটে উল্টোটা। ফলে রাত দীর্ঘ হয়। ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। আবার গোলার্ধে হয় উল্টোটা অষ্ট্রলিয়া আর্জেন্টিনা সাউত আফ্রিকা সবচেয়ে বড় দিন আর ছোট রাত।
একই কারনে আবার আগামী ২১ সে জুন আমাদের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।
আর ২২ সেপ্টেম্বরে ইকুয়েনক্স মানে দিন রাত সমান উভয় গোলার্ধেই।
তবে সংক্ষেপে লিখলাম। বিষয়টা অনেক জটিল। সবটা লিখলে অনেক লম্বা হয়ে যাবে।
ছবি উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮