ইরাকে জনৈক সাংবাদিক মুনাতাদার আল-জাইদি কর্তৃক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে জুতা ছুড়ে মারার ঘটনার মধ্য দিয়ে ইরাকি জনগণের মনের ভাব প্রকাশ পেল। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মেরে হঠাৎ করে সব জায়গায় আলোচনায় উঠে এসেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ তখন মুনাতাদার আল-জাইদি বুশকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এবং বলেন
"কুকুর, ইরাকি জনগণের পক্ষ থেকে এটা বিদায়ী চুম্বন।"
মুনতাজেরের ভাই উদয় আল-জাইদি রয়টার্সকে বলেন, "আল্লাহর কাছে শুকরিয়া। মুনতাজেরের এই কাজের জন্য ইরাকিদের বুক গর্বে ফুলে উঠেছে।"
"আমি নিশ্চিত, মুনতাজের যা করেছেন তা অনেক ইরাকিই করতে চায়। তিনি প্রায়ই বলতেন, বুশের জন্যই ইরাকের হাজার হাজার শিশু পিতা হারিয়ে এতিম হয়েছে।"
প্রথম জুতাটি মাথা নুইয়ে এড়াতে সক্ষম হন বুশ। পর মুহূর্তে তার ছুড়ে দেওয়া দ্বিতীয় জুতাটি বুশের মাথার ওপর দিয়ে পেছনের দেয়ালে আঘাত করে। একই সঙ্গে তিনি বলে উঠেন, "কুকুর, ইরাকি জনগণের পক্ষ থেকে এটা বিদায়ী চুম্বন।"
সম্মেলন কক্ষে হুলস্থুল শুরু হলে বুশ সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এতে আমি কিছু মনে করিনি।"
"আমি এ থেকে কোনো হুমকিও অনুভব করিনি"
[link|http://www.youtube.com/watch?v=HWt3-kPBQ4A ভিডিওটি দেখূন]
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




