আমি গ্রীষ্মের কাক-ডাকা দুপুরে
সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে দাড়িয়ে;
নববর্ষের বাসন্তী-রাঙা সাজে
তোমার পানে চেয়েছি।
তবুও তুমি ডাক নি-
তবুও ভালবাসনি।।
বর্ষাস্নাত কদম-কেয়া-কামিনি হাতে
শিশিরে মাখা শিউলী ফুলের মালা গেঁথে;
কুয়াশার আবরনে নবান্ন-উৎসব ঢেঁকে,
পত্রশূন্য-রিক্ত-নিস্বঃ বিটপীর বেশে
আমার হৃদয়খানি উজার করে-
শুধু তোমাকেই ভালবেসেছি।
তবুও তুমি শোন নি-
তবুও ভালবাসনি।।
দিগন্তজোড়া মাঠের সবুজের সমারোহে
পাখির কল-কাকলী আর নদীর প্রবাহে;
শেষ বিকেলের সোনালী আভায়-
আমি যে শুধুই চেয়েছি তোমায়।
তবুও কি তুমি বোঝ নি-
তবে কেন ভালবাসনি ??
নীল প্রজাপতি-সহ লালগোলাপ হাতে
আকাশে উজ্জ্বল তারার-পানে চেয়ে থেকে;
অশ্রসিক্ত ভালবাসার মালা গেঁথে-
আমি যে শুধু তোমারই আশায় আছি।
তবুও কি তুমি আসবে না-
তবুও ভালবাসবে না ??
তোমার জন্য হৃদয়ে একটা জায়গা রেখেছি
ভালবাসবে আশায় এই বুকটা বেঁধেছি;
তোমার জন্য মনে শুধুই হাহাকার
শুরু হয়েছে পালা-আমার দীর্ঘ প্রতীক্ষার।
তবুও কি তুমি বোঝবে না-
তবুও ভালবাসবে না ??
প্রেমের রঙিন-খামে আজ জমেছে ধূলো
দিন শেষে ব্যস্ত নীড়-ফেরা পাখীগুলো;
তবুও তোমায় ভালবাসি, তবুও আশায় থাকি-
একটি বার, শুধু একটিবার,বল-"ভালবাসি" ।।
' বলবে তো-----' ..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





