'ভালবাসা' আসলে কী? কারো কাছে মনে হয়-''ভালবাসা মানেই একটা টানাপোড়েন,এর চেয়ে 'ভাললাগা' অনেক ভালো।'' কিন্তু ভালবাসতে গেলেই যত বিপদ।এক কথায় ভালবাসা মানেই হচ্ছে পাগলামি।আবার অনেকের কাছে পাগলামিটার পক্ষে সুন্দর ব্যাখ্যাও আছে।ভালবাসা থাকবে কিন্তু এর মধ্যে পাগলামি থাকবে না-এ আবার কেমন ভালবাসা? সত্যি কথা বলতে কি, এই পাগলামিটার মধ্যে এক ধরনের গুপ্ত সুখ আছে।সবাই বুঝতে পারে না বা বুঝতে চায় না।শুধু যে জন পাগলামিটা করছে কেবল সেই বোঝে।..............
কবি হেলার হাফিজ তাঁর 'অমিমাংসিত সন্ধি' কবিতাতে বলেছেন ''তোমাকে,শুধু তোমাকেই চাই,পাবো? /পাই না পাই, এক জীবনে তোমার কাছেই যাবো।'' যাবেই বা না কেন? যেতে যে হবেই।একবার তাকে না দেখলে, তার কথা না শুনলে দিন যে থমকে থাকে। কারন ভালবাসার মূল প্রাণই হচ্ছে আকুলতা। যেন তেন আকুলতা নয়-তীব্র আকুলতা।আর এটা কারও কাছে পাগলামি,কারও কাছে বা যুক্তিসঙ্গত।যেমন-''ভালবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে-অবিরাম কথা বলা/ ভালবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরও-মুখোমুখি বসে থাকা।'' কিন্তু কথা হচ্ছে-কথা তা না, এই যে ভালবাসা,সেটা তো হুট করে কোথা থেকে উড়ে এসে জোড়ে বসে না; বরং তার পেছনে আছে নানা কারণ-তাও কিন্তু বুঝতে হবে।ব্যক্তিবিশেষে একেকজনের আর্কষনবোধ একেকরকম হবে এটাই স্বাভাবিক।তাই কেউ ভালবাসে মুখের সৌন্দর্য,কেউ আর্কষণীয় বাচনভঙ্গি, কেউবা প্রখর ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য আবার কেউবা পাগলামি...; আর তারই ভেতর কি জানি কি এক অন্বেষণ করে বেড়ায় সারাজীবন।............
কবি পূর্ণেন্দু পত্রীর একটি কবিতার শেষাংশ এখানে উল্লেখ করা যায়-''ছেলেবেলায় ভালবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে।সেই থেকে যখনই কারও দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপী আভার সর্বনাশে, অকাতরে ভালবেসে ফেলি তৎক্ষণাৎ /সে যদি পাহাড় হয়,পাহাড় /নদী হলে, নদী /কাকাতুয়া হলে,কাকাতুয়া /আর নারী হলে--নারী।" আর সে কারনেই সব সময় চলে এক টানাপোড়েন।অন্যদিকে তীব্র ভালবাসাবাসির সাথে জড়াজড়ি করে থাকে তীব্র মান-অভিমান।অভিমান থেকে আসে নিজেকে গুটিয়ে ফেলার ইচ্ছে।আর এভাবেই শুরু হয় ভূল-বোঝাবুঝি।যার শেষ পরিণতি হচ্ছে ভাঙ্গন।এসব ভাঙ্গাভাঙ্গির মধ্যে আমরা বরং না যাই।যাই হোক ভালবাসা আসলেই এক ভাল জিনিস।.....
যতক্ষন পাশে থাকো,যতক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকি/ আমি যেন মেঘে-জলে মেশা এক আত্মহারা পাখী।....বলোতো কী পাখী????...
আমরা বরং সেই পাখীর কথাই ভাবি। কি জানি পরিচয় পেলেও পাওয়া যেতে পারে সেই পাখীর..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





