গ্রামীন ফোনের ''তোমার জন্য আলো হব, বাতাস হব শিহরণে-ভেজা বৃষ্টির বান হব ছায়ার আবরণে''
বিঞ্জাপনটা ভাল লাগছে, তাই এ অপচেষ্টা...................
তোমার জন্য আলো হব, বাতাস হব শিহরণে
ভেজা বৃষ্টির বান হব ছায়ার আবরণে
তোমার জন্য পাখী হব, উড়াল দিব আসমানে
সুখ-দুঃখের সাথী হব প্রতিটি ক্ষণে।
তোমার জন্য গায়ক হব,কবি হব আনমনে
দূর আকাশের তারা হব রাতের র্নিজনে
তোমার জন্য নদী হব, ঢেউ হব যতনে
ভালবাসার ঘর হব বনের গহীনে।
তোমার জন্য সুধা হব, অমর হব মরনে
হাতপাখার বাতাস হব সোনার সিংহাসনে
তোমার জন্য রাখার হব, পাগল হব সঙ্গানে
লাল রংএর পাতা হব তোমারই কারণে।
তোমার জন্য ঢাবি হব, কার্জন হব প্রয়োজনে
ভূতত্ব বিভাগ হব ভালবাসার বন্ধনে
তোমার জন্য TSC হব, বটতলা কলাভবনে
আদা মেশানো চা হব মধুদার ক্যান্টিনে।
তোমার জন্য মেঘ হব, বাগান হব উঠোনে
ভালবাসার অশ্রু হব পড়ব ঝরে গোপনে
তোমার জন্য হিমালয় হব, স্বপ্ন হব শয়নে
বেগুনী রংউর জরী হব তোমারই কারণে।
তোমার জন্য সূর্য হব, শিশির হব প্রাঙ্গনে
স্নিগ্ধ-সতেজ সকাল হব গ্রামের পথপানে
তোমার জন্য বিবাগী হব, সুলতাল হব মুলতানে
বেলী ফুলের মালা হব বন্ধুত্বের টানে।
তোমার জন্য পাহাড় হব, প্রকৃতি হব সেখানে
আগ্রার তাজমহল হব তোমারই স্মরনে
তোমার জন্য হৃদয় হব, মনি হব নয়নে
পার তোলা নৌকা হব ভাসব মোরা দু'জনে।
তোমার জন্য সন্ত্রাসী হব, যোদ্দা হব ময়দানে
ধারালো তলোয়ার হব কাটব মাথা একটানে
তোমার জন্য মাতাল হব, নষ্ট হব যৌবনে
সিগারেটের ধোঁয়া হব ধংস্ব এ জীবনে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





