ছাত্র শিবিরের দেশপ্রেম এবং বর্তমান যুদ্ধাপরাধ বিচার পরিস্থিতি বুঝতে চাইলে লিঙ্কে গুতা মারেন।
এই পোস্টের উদ্দেশ্য ছিল জাশিদের ভাবনা গুলো জানা,।
এই অধম যদিও কিছুটা জানে, তারপরও বিভিন্ন অপরাধের প্রেক্ষিতে তাদের যুক্তি গুলো শুনতে ইচ্ছে করছিল।
তবে একটি বিষয় অবাক করার মত। না জাশি , না জাশি বিরোধী কাউকে তেমন কথা কইতে দেখলামনা।
আসলে ঐ অপরাধগুলোর জন্য জাশিদের তেমন কিছু বলার নাই, তারমানে হলো তারা যে নষ্টমেয়েদের নিয়ে ঘর করছে সেটা তারা জানে। আর জানে বলেই তারা এড়িয়ে গেছে। তারা যে যখন তখন ভারত জুজুর ভয় দেখায় সেটা ফালতু। জাস্ট রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমি লেখার ভিতর ইচ্ছা করেই ফাকঁ রেখেছিলাম। অনেকেই সেটা ধরতে পারেনি। জাশিরা কিন্তু ঠিকই আচঁ করতে পেরেছিল, তাই তারা এড়িয়ে চলেছে। আসলেই তাদের উত্তর দেওয়ার কিছু নাই, আবার যুদ্ধাপরাধের বিরুদ্ধে পোস্ট হলেও তারা এর বিরুধিতা করতে পারছেনা কিছু প্রশ্ন রাখার কারনে। কিন্তু যারা স্বাধীনতার পক্ষে বলে জানি তারাও কেমন জানি গুটিয়ে ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




