যারা জাশি বিরোধী বা জাশিদের সাথে কোন ধরনের সম্পর্ক নাই, তাদেরকে ছাগু উপাধী দেওয়ার ফলে কারা লাভবান হচ্ছে সেটা ভেবে দেখা দরকার। আমি মনে করি ক্ষতি, আসল ক্ষতিটা জাশি বিরোধীদেরই।
সব ব্লগার ছাগু শব্দটা এতই ঘৃণা করে যে, জাশি না হওয়া সত্বেও এই উপাধী লাভ করলে মানুষ নাপাক হয়ে যায়, মনে হয় যে আবার গোসল করা দরকার। অথচ আমাদের সহ ব্লগাররা যাকে তাকে বুঝে বা নাবুঝে এই উপাধী দিয়ে অসম্মানিত করে আসছে।
যারা নিজেকে জাশি বিরোধী মনে করে তারা কি এই উপাধি পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়? কখনই না, তারা কষ্ট পায়, কখনোও কখনোও প্রিয় মানুষটির কাছ থেকে এই ধরনের অপবাদ পেয়ে ব্লগ ছেড়ে দেয়, নিজের প্রোপিকটা পরিবর্তন করে তেলাপোকা রাখে।
জানি, যারা এই কাজটি করে তারা কোন লাভ লোকসানের চিন্তা করেনা, তারা এটাও ভাবেনা যে এতে জাশিরাই লাভবান হচ্ছে । তাদের অজান্তেই তারা জাশিদের হাতকে শক্তিশালী করছে। তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারেনা। অবশ্য এর একটা কারনও আছে। তারা যেহেতু অন্যদের কে সাধারন ব্লগার হিসেবে ঠাওরায়, তারমানে তারা অসাধারন মানের ব্লগার। আসলেই কি তাই? অথচ তাদের কিছু কর্মকান্ডে অসাধারন না অস্বাভাবিক ঠেকে।
স্বাধীনতা বিরোধীদের যে কোন অপতৎপরতা রুখতে হবে। সেক্ষেত্রে কোন ভুল করা যাবেনা, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা যাবেনা। যতি তাই হয়,তাতে তারাই লাভবান হবে, যাদেরকে বিন্দুমাত্র ছাড় দিতে ইচ্ছা করেনা।
প্রলাপের নিচের পোস্টটি পড়তে গিয়েই আমার এই পোস্টের অবতারনা কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই! যাদের মাইনাস দিতে ইচ্ছা করবে তারা কমেন্টে 'মাইনাস' অথবা '-' লিখে যান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




